০২ এপ্রিল, ২০২৫ || ১৯ চৈত্র, ১৪৩১
৪৫০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ফেনী সিটি গার্লস হাই স্কুল
  • Updated Nov 22 2023
  • / 519 Read

 

নিজস্ব প্রতিনিধি;
ফেনী সিটি গার্লস হাইস্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ফেনী গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা।


ফেনী সিটি গার্লস হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ এম মামুনুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ফেনী পৌরসভার ১২নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হারুন অর রশিদ মজুমদার, সিটি গার্লস হাইস্কুলের সভাপতি কেবিএম জাহাঙ্গীর আলম, সমাজসেবক কেবিএম শাহজাহান সাজু। 


সহকারী শিক্ষক ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে ৩৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও ৪১৬ শিক্ষার্থীকে বিভিন্ন প্রতিযোগিতায় সেরা হওয়ায় পুরস্কৃত করা হয়েছে। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে স্কুলের শিক্ষার্থীরা। এসময় শিক্ষক, শিক্ষার্থী ও বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

Tags :

Share News

Copy Link

Comments *