০৩ ডিসেম্বর, ২০২৪ || ১৯ অগ্রহায়ণ, ১৪৩১
গাজায় হামলা ও নিহতদের স্মরণে  ফেনীতে প্রদীপ প্রজ্জলন
  • Updated Nov 22 2023
  • / 479 Read

 

শহর প্রতিনিধি; 
গাজায় ইসরায়েলের বর্বর হামলা এবং বাংলাদেশের রাজনীতির নামে অগ্নিদগ্ধ হয়ে নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালিত হয়। 


সম্মিলিত  সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার সভাপতি জাহিদ হোসেন বাবলু সভাপতিত্বে সাধারণ সম্পাদক সমর দেবনাথের সঞ্চালনায় এ কর্মসূচিতে অংশ নেন- ফেনী জেলায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন, সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার সহ-সভাপতি সংলাপ নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক নারায়ণ নাগ, কবি মনজুর তাজিম, শান্তি চৌধুরী,বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখার সভাপতি দিলু সরকার, রবীন্দ্র সংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক অরূপ দত্ত, পঞ্চবটি সাংস্কৃতিক সংগঠনের পরিচালক পৃথ্বীরাজ চক্রবর্তী, ফেনী থিয়েটারে সদস্য সচিব আনোয়ার হোসেন রাজু, আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক নাজমুল হক শামীম, ফেনী সাহিত্য সভার আহ্বায়ক শাবিহ মাহমুদ, জাগরণী সাংস্কৃতিক একাডেমি সাধারণ সম্পাদক রাজীব দাস বাবলু প্রমূখ।

 
এছাড়াও কবি, লেখক, সাহিত্যিক ও কর্মরত সাংবাদিকবৃন্দসহ সুধীজনরা অংশ নেন। নিহতদের স্মরণে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

Tags :

Share News

Copy Link

Comments *