০৩ ডিসেম্বর, ২০২৪ || ১৯ অগ্রহায়ণ, ১৪৩১
ফেনীতে সিএমএসএমই ক্লাস্টার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ‘উদ্যোক্তা সৃষ্টিতে ভূমিকা রাখছে সিএমএসএমই ঋণ’ - নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক
  • Updated Nov 21 2023
  • / 437 Read

 

নিজস্ব প্রতিনিধি: 
ফেনীতে কটেজ, মাইক্রো, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (সিএমএসএমই) খাতে ক্লাস্টার চিহ্নিতকরন, সম্পৃক্ততা বৃদ্ধি ও ক্লাস্টার অর্থায়ন কার্যক্রম সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ফেনীর শহীদ শহীদুল্লা কায়সার সড়কের একটি রেস্টুরেন্টে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক এবিএম জহুরুল হুদা। 


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক এদেশের শিল্পপতি, শিল্পউদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের অর্থনৈতিক কর্মকান্ড বিস্তারে নানামুখি কার্যক্রম পরিচালনা করে আসছে। তারমধ্যে অন্যতম একটি উদ্যোগ হচ্ছে সিএমএসএমই ঋণ কার্যক্রম। এ প্রকারের ঋণ দেশে উদ্যোক্তা সৃষ্টিতে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। এর মাধ্যমে দেশজুড়ে উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে। তবে কিছু কিছু উদ্যোক্তা ঋণ গ্রহন করে নির্ধারিত গ্রেডে ব্যবহার না করে অন্যত্র বিনিয়োগ করায় বাংলাদেশ ব্যাংক কখনো কখনো কঠোরতা আরোপ করে থাকে। আমরা চাই, দেশের সাধারণ মানুষের মাঝে উদ্যোক্তা হওয়ার মানসিকতা সৃষ্টি হউক। দেশ আরও স্বনির্ভর হউক।  
জনতা ব্যাংক নোয়াখালী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আফতাবুজ্জামান মিয়ার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. রমজান বাহার। 
জনতা ব্যাংক বেকের বাজার শাখা ব্যবস্থাপক মো. আশরাফ উদ দৌলার সঞ্চালনায় অনুষ্ঠানে কর্মশালায় বিষয়বস্তুু নিয়ে আলোচনা করেন বাংলাদেশ ব্যাংকের রিসোর্স পারসন রেজাউল করিম। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকার্স ফোরামের অর্গানাইজিং সেক্রেটারি ও জনতা ব্যাংক ফেনী এরিয়া প্রধান মো. এমরান হোসেন মজুমদার। 
ব্যাংকারদের মাঝে বক্তব্য রাখেন, সোনালী ব্যাংকের উপ মহাব্যবস্থাপক মো. হারুন অর রশীদ, ব্যাংকার্স ফোরাম ফেনীর সভাপতি শামছুল করিম মজুমদার। 
উদ্যোক্তাদের মাঝে বক্তব্য রাখেন স্টার লাইন গ্রুপের পরিচালক জামাল উদ্দিন, সাকুরা ফুডের সত্ত্বাধিকারী বীরমুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, কাজী লেদারের সত্ত্বাধিকারী কাজী জামাল উদ্দিন প্রমূখ।
বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় কর্মশালায় লীড ব্যাংক ছিলো জনতা ব্যাংক। কর্মশালায় উদ্যোক্তা, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও ব্যাবস্থাপকরা অংশ নেন।

 


‘উদ্যোক্তাদের উৎসাহের জন্য ঋণ দিতে হবে’
-জামাল উদ্দিন

স্টার লাইন গ্রুপের পরিচালক জামাল উদ্দিন বলেছেন, একজন উদ্যোক্তা ১৭/১৮ প্রকারের লাইসেন্স নিয়ে সংশ্লিষ্ট দপ্তরকে ফি দিয়ে ঋণের আবেদন করে থাকেন। কিন্তু তারপরও ব্যাংক থেকে বিভিন্ন অজুহাতে নানা রকমের হয়রানী করা হয়। এসব কারণে ভালো ব্যবসায়ী ও ক্রিয়েটিভ ব্যবসায়ীরা পিছিয়ে পড়ছে। নতুন উদ্যোক্তারা ঋণ নিয়ে উৎসাহের সাথে কিছু করবেন তেমনটা এখন খুবই কম দেখা যায়। তাই ঋণ দেয়া ও নেয়ার পদ্ধতি আরো সহজ করা হলে দেশে আরো বেশি উদ্যোক্তা সৃষ্টি হবে। সেদিকে সবাইকেই খেয়াল রাখতে হবে। ফেনীতে কটেজ, মাইক্রো, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (সিএমএসএমই) খাতে ক্লাস্টার চিহ্নিতকরন, সম্পৃক্ততা বৃদ্ধি ও ক্লাস্টার অর্থায়ন কার্যক্রম সম্পর্কিত কর্মশালায় তিনি বক্তব্যকালে এসব কথা বলেন। সোমবার সকালে ফেনীর বেস্ট ইন রেস্টুরেন্টে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক এবিএম জহুরুল হুদা। 

Tags :

Share News

Copy Link

Comments *