২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
ফেনী-২ আসনে নৌকার মনোনয়ন ফরম জমা দিলেন এড. কাজী ফয়সল
  • Updated Nov 21 2023
  • / 499 Read

 

ঢাকা অফিস:
ফেনী-২ সংসদীয় আসনের জন্য আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এডভোকেট কাজি ওয়ালী উদ্দীন ফয়সল। একই দিন বিকালে ফরম পূরণ করে তা দলীয় অফিসে জমা দিয়েছেন তিনি। বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
কাজি ফয়সল বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক উপ-কমিটির সদস্য। দীর্ঘ প্রায় একযুগ কেন্দ্রীয় যুবলীগের নেতৃত্বে থাকা কাজি ফয়সল ফেনী সদর উপজেলার মাথিয়ারা কাজি বাড়ির প্রবীণ আয়কর আইনজীবী কাজি গোলাম মাইন উদ্দিনের কণিষ্ঠ পুত্র। এরপূর্বে ফয়সল আইন বিষয়ক উপ-কমিটি ছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির নেতা ছিলেন।


তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ (নানক-আজম) কেন্দ্রীয় কমিটির সাবেক পরিক্ষিত ও ত্যাগী নেতা। বাংলাদেশ আওয়ামী আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি ও সেন্ট্রাল ল' কলেজের পরপর ২ বার নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। 
কাজী ফয়সল আইনজীবীদের সংগঠন ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ল্যাব) প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি। তিনি আইন পেশার পাশাপাশি অংগন প্রপার্টিজ এর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন। রোটারিয়ান ফয়সল রোটারি ক্লাব অব আহসান মঞ্জিল'র প্রেসিডেন্ট (২০২৩-২০২৪), ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি)এর প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা, ফেনী ল' কলেজের অন্যতম প্রতিষ্ঠিতা, ফেনীর উন্নয়নের ২০টি প্রস্তাবনা নিয়ে ২০০২ সালে ‘ফেনীর অতীত-বর্তমান-ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারের মূল প্রবক্তা। এছাড়াও লেখক গোষ্ঠী ফেনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ফেনী থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন।
কাজী ফয়সল জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক। তিনি ফেনী সমিতি-ঢাকা, বৃহত্তর নোয়াখালী কর আইনজীবী সমিতি, মাথিয়ারা ওয়েলফেয়ার সোসাইটিসহ অনেক সামাজিক সংগঠনের আজীবন সদস্য।


তিনি এক সময়ে ফেনী থেকে প্রকাশিত সাপ্তাহিক শমসের নগর এর সম্পাদক ও প্রকাশক হিসেবে কাজ করেছেন। ঢাকায় শিকড় সন্ধান'র বার্তা সম্পাদক পদে কাজ করে সুনাম কুড়িয়েছেন। 
কাজি ফয়সল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘মুজিব মানে বাঙলাদেশ’ কাব্যগ্রন্থ এবং জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘সংশপ্তক শেখ হাসিনা’ কাব্যগ্রন্থ দু’টির যৌথ রচিয়তা।
বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ২০০৪ সালের ১৫ আগস্টে তিনি "রক্তাক্ত সিড়ি" প্রকাশ করেন। ওই সময়ে স্মরণীকাটি ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিলো। ব্যক্তিগত জীবনে ব্যাংকার স্ত্রী তাহমিনা আক্তার সুক্তা ও দু’সন্তানের জনক তিনি।

Tags :

Share News

Copy Link

Comments *