ছাগলনাইয়ায় কৃষকের ধান কেটে ফেলেছে দুর্বৃত্তরা
- Updated Nov 21 2023
- / 467 Read
ছাগলনাইয়া প্রতিনিধি:
ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড নিচিন্তা গ্রামের নিরীহ কৃষক বিনন কাজী বাড়ির মৃত আবদুল মালেকের পুত্র মনির মেম্বারের ৪০ শতক জমির আঁধাপাকা ধান কেটে ফেলেছে।
মনির মেম্বার জামান, আমার জমির ধান কেটেছে একই এলাকার তফজল হোসেন ভুঁইয়া বাড়ীর তফজল হোসেন ভুঁইয়ার পুত্র শফিকুর রহমান ও আবু ইউসুফ (বেতু মৌলভী) গংরা। তিনি আরো জানান, আমি একজন নিরীহ মানুষ, আমার ৬ মেয়ে একটি মাত্র ছেলে তাও আবার প্রবাসী, বিবাদীগণ আমাদের জমির বর্গাদার চাষী ছিলেন। আমার বাপ দাদার নালিশি ভুমি সিএস এবং এমআর ও আর আমাদের নামে হলেও বিএস জরিফে তারা কৌশলে তাদের নামে জাল ভাবে তাদের নামে করে। যাহা বাতিলের জন্য আমি আদালতে মামলা করেছি যাহা আদালতে চলমান।
১৯৬০ ইংরেজি থেকে ভুমি এখনো আমার দখলে রয়েছে তবে সবসময় বিপক্ষ দল রাতের আঁধারে জমির ফসলের ক্ষতি করে তবে দিনের বেলায় তারা জমিনে আসেনা। এলাকাবাসী ও স্থানীয়রা ফসলের এমন ক্ষতি করায় ক্ষোভ প্রকাশ করেন।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত