ফেনী জেলা আনসার’র সম্মাননা পেলেন সাংবাদিক আবছার
- Updated Nov 21 2023
- / 437 Read
নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাফল্য ও বিভিন্ন কার্য্যক্রম নিয়ে নিয়মিত সংবাদ প্রকাশ করায় দৈনিক স্টার লাইন পত্রিকার স্টাফ রিপোর্টার এস.এন আবছারকে ফেনী জেলা আনসার ভিডিপির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
সোমবার বিকালে জেলা আনসার ভিডিপি কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেন ফেনী জেলা কম্যান্ডেন্ট (সদ্য পদোন্নতি প্রাপ্ত পরিচালক) মোঃ জানে আলম সুফিয়ান।
এসময় ফেনী সদর উপজেলা আনসার ভিডিপি অফিসার রেজাউল করিম, সোনাগাজী উপজেলা আনসার ভিডিপি অফিসার রাবেয়া সুলতানা নাজমা, ফুলগাজী উপজেলা আনসার ভিডিপি অফিসার কামরুন নাহার মর্জিনা, পরশুরাম উপজেলা আনসার ভিডিপি অফিসার জাহেরা খাতুন, ছাগলনাইয়া উপজেলা আনসার ভিডিপি অফিসার রিক্তা রানী হাজারী, সোনাগাজী উপজেলা প্রশিক্ষক ফজলুল হক, ছাগলনাইয়া উপজেলা প্রশিক্ষক মাসুদ পারভেজসহ জেলা কার্যালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাংবাদিক আবছার ইতোপূর্বে দৈনিক স্টারলাইন পত্রিকার বর্ষসেরা প্রতিনিধি হিসাবে সম্মাননা পেয়েছেন এবং সৃজনশীল সাংবাদিকতায় অবদানের জন্য হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির পক্ষ থেকে মানবাধিকার শান্তি পদক লাভ করেছেন।
তিনি দৈনিক স্টার লাইন পত্রিকার স্টাফ রিপোর্টার হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক মানবকন্ঠ এবং ফেনী থেকে প্রকাশিত সাপ্তাহিক শমশের নগর পত্রিকায় কর্মরত আছেন।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত