দৈনিক স্টার লাইনে সংবাদ প্রকাশের পর পাইলট হাই স্কুলের ঝুঁকিপূর্ণ ভবনের ক্যান্টিন বন্ধ করলো প্রশাসন
- Updated Nov 20 2023
- / 455 Read
স্টাফ রিপোর্টার;
অবশেষে ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনের ক্যান্টিনটি বন্ধ করে দিয়েছে প্রশাসন।
গতকাল দৈনিক স্টার লাইন পত্রিকায় "ডিসির নাম ভাঙ্গিয়ে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ক্যান্টিন" শিরোনামে তথ্যবহুল সংবাদ প্রকাশিত হওয়ার পর প্রশাসনে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় বয়ে যায়। জেলা প্রশাসকের পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে রবিবার ক্যান্টিনটি পরিদর্শন শেষে ফেনী জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফী উল্লাহ মৌখিক ভাবে ক্যান্টিনটি বন্ধ রাখার আদেশ দেন।
জানা যায়, ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পুরানো ভবনটি প্রায় ২০ বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। পরিত্যাক্ত ঘোষণার পর এ ভবনে শ্রেণী কার্যক্রমসহ সবধরনের কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা দেয় কর্তৃপক্ষ। তবে বেশ কিছুদিন যাবত ওই ভবনে জেলা প্রশাসকের নাম ভাঙ্গিয়ে কতিপয় মহল ক্যান্টিনটি অবৈধ ভাবে চালু করে। যদিও শনিবার রাতে জেলা প্রশাসক স্পস্টভাবেই জনিয়েছেন পরিত্যক্ত ভবনে ক্যান্টিন চালুর বিষয়ে কেউ আমার কাছে অনুমতি চায়নি। পরিত্যক্ত ভবনে সব ধরনের কার্যক্রম পরিচালনার উপর নিষেধাজ্ঞা ভেঙ্গে সেখানে ক্যান্টিন চালানোর অনুমতি দেয়ার প্রশ্নই উঠেনা।
এ প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর শহর জুড়ে অভিভাবক ও সচেতন মহলে ব্যাপক সমালোচনার ঝড় উঠে। বিষয়টি নিয়ে গতকাল জেলা উন্নয়ন সমন্বয় সভা চলাকালে শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী বলেন, ১২৬ বছরের পুরাতন ভবনটি পরিত্যক্ত ঘোষনা করার পর শ্রেণি কার্যক্রমসহ সকল কার্যক্রম বন্ধ ছিলো। কিন্তু একজন প্রধান শিক্ষক কিভাবে একটি ঝুঁকিপূর্ণ ভবনে ক্যান্টিন চালাচ্ছে? স্কুলটিতে সহস্রাধিক ছাত্র আছে। তারা ক্যান্টিনে নিয়মিত চলাচল করছে, গল্প আড্ডা করছে। অসাবধানতা বসত কোনো দূর্ঘটনা ঘটলে এর দায় কে নিবে? ক্যান্টিনের বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহন করতে জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানান তিনি।
জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার তাৎক্ষনিক ক্যান্টিনের বিষয়ে জেলা শিক্ষা অফিসারকে কার্যকরি ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন।
নির্দেশপ্রাপ্ত হয়ে রবিবার বিকালে ক্যান্টিনটি পরিদর্শন করেন ফেনী জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফী উল্লাহ। এসময় তিনি মৌখিক ভাবে ক্যান্টিনটি বন্ধের জন্য কতৃপক্ষকে নির্দেশ প্রদান করেন। তিনি জানান বিষয়টি শিঘ্রই জেলা প্রশাসকের নিকট লিখিত ভাবে অবহিত করা হবে।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত