জেলা উন্নয়ন ও সমন্বয় সভায় অবৈধ দখল ও বালু উত্তলন নিয়ে ক্ষোভ
- Updated Nov 20 2023
- / 477 Read
স্টাফ রিপোর্টার;
ফেনীর সোনাগাজী উপকূলীয় অঞ্চলে পানি উন্নয়ন বোর্ডের অধীনস্থ জমিগুলোতে অবৈধ দখল ও বালু উত্তলন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জেলা উন্নয়ন সমন্বয় সভার সদস্যরা।
গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা মাসিক উন্নয়ন ও সমন্বয় সভায় সভাপত্বি করেন, জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।
এসময় সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ভূমিদস্যুরা পাউবোর জায়গাগুলো দখল করে রেখেছে। পাশাপাশি অবৈধ ভাবে মাটি ও বালু উত্তলন করছে। পাউবোর দুর্বলতা কোথায়? দিনে দুপরে সোনাগাজীর বাদামতলি এলাকায় এসব অবৈধ কাজ চলছে। অথচ পাউবো নির্বিকার। যার ফলে সাধারণ মানুষের ভিটাঘর, ফসলি জমি প্রতিনিয়ত ক্ষয়ক্ষতি হচ্ছে। সকলের সম্মিলিত উদ্যোগ ছাড়া এসব ভূমিদস্যুদের প্রতিহত করা সম্ভব নয়।
আলোচনাকালে পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান ভূঁইয়া বলেন, পাউবোর জায়গা দখল করে যারা স্থাপনা, মাটি ও বালু উত্তলন করছে তাদেরকে বারবার নোটিশ দেয়া হয়েছে। আমরা সরজমিনে একাধিকবার পরিদর্শন করেছি। কিন্তু কিছুতেই ভূমিদস্যুদের নিভৃত করা যাচ্ছে না। সকলের সহযোগিতা থাকলে তাদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহন করা যাবে।
এ বিষয়েয় জেলা প্রশাসক মুছাম্মাৎ শাহীনা আক্তার বলেন, সোনাগাজীতে পাউবোর জমি দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ওই উপজেলায় সরকারি জমি বেশি থাকায় দখল করতে কিছু মানুষ বিভিন্ন ভাবে চেষ্টা চালায়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা ও অভিযান চালাতে উপজেলা ইউএনও ও পাউবোর কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অভিষেক দাশ’র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফেনীর উপ-পরিচালক গোলাম মো: বাতেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আজগর আলী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. সিহাব উদ্দিন, ফেনী সরকারি কলেজ অধ্যক্ষ মোহাম্মদ মোক্তার হোসেইন, ফেনী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক মো: আবুল খায়ের মিয়াজী, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি আবুল কাশেম, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারীসহ সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত