সোনাগাজীতে যাত্রী হয়রানি চরমে হরতালের অযুহাতে সিএনজি ভাড়ায় নৈরাজ্য!
- Updated Nov 20 2023
- / 457 Read
এস.এন আবছার:
সোনাগাজীতে হরতালের অযুহাত দিয়ে বিভিন্ন রুটে সিএনজি ভাড়ায় নৈরাজ্য দেখা দিয়েছে। যাত্রীদের অনেকটা জিম্মি করেই খেয়াল খুশি মত আদায় করা হচ্ছে বাড়তি ভাড়া।
সাম্প্রতিক জ্বালানী গ্যাসের দাম বৃদ্ধি কিংবা মালিক শ্রমিক সমিতির কোন অফিসিয়াল নির্দেশনা ছাড়াই এমন বাড়তি ভাড়া আদায়ে যাত্রী সাধারণের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ ও অসন্তোষ। এই নিয়ে সিএনজি গাড়ীর ড্রাইভার ও যাত্রীদের মধ্যে হচ্ছে বাকবিতন্ডা।
বিভিন্ন রুটে অনুসন্ধান করে দেখা গেছে, ফেনী সোনাগাজী রুটে সাড়ে ১৮ কিলোমিটার রাস্তায় নির্ধারিত ভাড়া ৪০ টাকা হলেও আদায় করা হচ্ছে ৫০টাকা, রাত ৮টার পর ৬০টাকা। এছাড়া কাজীরহাট-ফেনী রুটে পূর্ব নির্ধারিত ভাড়া ৫০টাকার পরিবর্তে আদায় করা হচ্ছে ৬০টাকা, সোনাগাজী ডাকবাংলা পূর্ব নির্ধারিত ১০টাকার পরিবর্তে আদায় করা হচ্ছে ২০টাকা। এছাড়া অন্যান্য রুটেও আদায় করা হচ্ছে বাড়তি ভাড়া। কেউ প্রতিবাদ করলে গালমন্দ শুনতে হয় তাদের।
রাবেয়া খাতুন বিলকিছ নামে একজন নারী যাত্রী অভিযোগের সুরে বলেন, বাড়তি ভাড়া না দিলে হরতালে বের হয়েছি কেন? বলে হাঁসি তামাশা ও গাল মন্দ করে। হরতাল এই অযুহাতে যাত্রী হয়রানি করা হচ্ছে। যা দেখার কেউ নেই।
সোনাগাজী পৌরসভা সিএনজি স্টেশনের লাইন সেক্রেটারি মোঃ বাহার উল্লাহর সাথে বার বার চেষ্টা করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তার ফোন অন্যরা রিসিভ করে তিনি ব্যস্ত আছেন বলে জানানো হয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে উপজেলা সিএনজি শ্রমীক ইউনিয়নের সভাপতি ও উপজেলা শ্রমীকলীগের সভাপতি মোশারফ হোসেন দৈনিক স্টারলাইন প্রতিনিধি কে জানান, আমাদের মালিক শ্রমীক সংগঠন থেকে ভাড়া বৃদ্ধির বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। আমি খোঁজ খবর নিয়ে ড্রাইভারদেরকে বাড়তি ভাড়া আদায় না করতে বলে দেবো।
সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান জানান, বাড়তি ভাড়া আদায়ের কথা আমি শুনেছি। এই বিষয়ে মালিক শ্রমীকদের সাথে বসবো। প্রয়োজনে অভিযান পরিচালনা করবো।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত