ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ডিসির নাম ভাঙ্গিয়ে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ক্যান্টিন!
- Updated Nov 19 2023
- / 466 Read
আজিজ আল ফয়সাল:
ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভবনটি প্রায় ২০ বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। পরিত্যাক্ত ঘোষনার পর এ ভবনে শ্রেণী কার্যক্রমসহ সবধরনের কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা দেয় কর্তৃপক্ষ। তবে গত কিছুদিন যাবত ওই ভবনে জেলা প্রশাসকের নাম ভাঙ্গিয়ে একটি ক্যান্টিন চালু করা হয়েছে। যদিও শনিবার রাতে জেলা প্রশাসক স্পস্টভাবেই জনিয়েছেন পরিত্যক্ত ভবনে ক্যান্টিন চালুর বিষয়ে কেউ আমার কাছে অনুমতি চায়নি। পরিত্যক্ত ভবনে সব ধরনের কার্যক্রম পরিচালনার উপর নিষেধাজ্ঞা ভেঙ্গে সেখানে ক্যান্টিন চালানোর অনুমতি দেয়ার প্রশ্নই উঠেনা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ ভবনে ক্যান্টিন বসানো হয়েছে। ক্যান্টিন পরিচালনা করছেন স্কুলের নাইট গার্ড দেলোয়ার হোসেন সুমন। শিক্ষার্থীরা ঝাঁকে ঝাঁকে প্রবেশ করে সেখান থেকে নাস্তা করছেন। সেখানে আড্ডা গল্পেও মেতে উঠেছেন কোমলমতি কিশোর শিক্ষার্থীরা।
নাহিদ নামের এক শিক্ষার্থী জানান, ভবনটি পরিত্যক্ত ও অতিঝুঁকিপূর্ণ। ক্যান্টিনে কিছু খেতে গিয়ে ভয় লাগে। তাই খাবার কিনেই দ্রুত বের হয়ে যাই।
আমজাদ হোসেন নামের এক অভিভাবক জানান, স্কুলের ভবনটি অতিঝুঁকিপূর্ণ জেনেও কিভাবে সেখানে ক্যান্টিন দিয়ে শিক্ষার্থীদের যেতে বাধ্য করা হচ্ছে তা আমাদের বোধগম্য নয়। ক্যান্টিনে গিয়ে কোন দূর্ঘটনা ঘটলে এর দায়দায়িত্ব কি স্কুল কর্তৃপক্ষ নেবে? দ্রুত ঝুঁকিপূর্ণ ভবন থেকে ক্যান্টিনটি অপসারণের দাবি জানান এ অভিভাবক।
ক্যান্টিনের মালিক দেলোয়ার হোসেন সুমন বলেন, হেডস্যারের থেকে অনুমতি নিয়েই মাস খানেক আগে থেকে এখানে ক্যান্টিনটি চালু করা হয়েছে। এবিষয়ে কিছু জানতে হলে হেডস্যারের সাথে কথা বলতে অনুরোধ করেন তিনি।
এ বিষয়ে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আরা বেগম বলেন, স্কুলের শিক্ষার্থীরা ক্যান্টিন না থাকায় বাহিরে চলে যায়। শিক্ষার্থীদের বাহিরে যাওয়া রুখতে এখানে ক্যান্টিনটি চালু করা হয়েছে। জেলা প্রশাসক থেকে অনুমতি নিয়েই এখানে ক্যান্টিনটি চালু হয়েছে।
‘সেখানে ক্যান্টিন’র অনুমতির প্রশ্নই উঠেনা’
-জেলা প্রশাসক
ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যায়ের পরিত্যক্ত ভবনে ক্যান্টিন চালুর বিষয়ে ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার শনিবার রাতে এ প্রতিবেদককে স্পস্টভাবেই জনিয়েছেন, পরিত্যক্ত ভবনে ক্যান্টিন চালুর বিষয়ে কেউ আমার কাছে অনুমতি চায়নি। পরিত্যক্ত ভবনে সব ধরনের কার্যক্রম পরিচালনার উপর নিষেধাজ্ঞা ভেঙ্গে সেখানে ক্যান্টিন চালানোর অনুমতি দেয়ার প্রশ্নই উঠেনা। ক্যান্টিন চালুর বিষয়ে যারা জেলা প্রশাসকের কথা বলছেন তারা ভুল বলছেন। অবশ্যই বিষয়টি খতিয়ে দেখা হবে।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত