ফেনীতে ইসলামী আন্দোলন’র বিক্ষোভ
- Updated Nov 18 2023
- / 495 Read
শহর প্রতিনিধি;
একতরফা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন।
বৃহস্পতিবার বিকেলে শহরের জহিরিয়া মসজিদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত। জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে ও জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রহমান ফরহাদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন ফেনী জেলা শাখার উপদেষ্টা মাওলানা মীর আহমদ মীরু, সহ-সভাপতি মাওলানা হাফেজ রফিকুল ইসলাম ভুঁইয়া, সেক্রেটারি আলহাজ্ব মাওলানা একরামুল হক ভূঁইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন, ওমান জয়েন্ট সেক্রেটারি মাওলানা কে এম বেলাল হোছাইন পাটোয়ারী, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আলাউদ্দিন সাবেরী, বামুকের জেলা সাধারণ সম্পাদক মাওলানা নাসির উদ্দিন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারি মকসুদ মিয়াজী, যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি সালাহ উদ্দিন আইয়ুবী, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী, ছাত্র আন্দোলনের জেলা সভাপতি এইচএম নুরুজ্জামান প্রমুখ।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কে গ্রীন টাওয়ার সামনে গিয়ে দোয়া মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত