২৮ জানুয়ারি, ২০২৫ || ১৫ মাঘ, ১৪৩১
ছাগলনাইয়ায় খামারিদের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত
  • Updated Jun 25 2023
  • / 189 Read

নিজস্ব প্রতিনিধি:
ছাগলনাইয়ায় গরুর হৃষ্টপুষ্টকরণ ও খামার ব্যবস্থাপনা বিষয়ক দুইদিন ব্যাপী খামারিদের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে এবং প্রাণিসম্পদ দপ্তর ও ডেইরি উন্নয়ন প্রকল্প'র অর্থায়নে দুইদিন ব্যাপী খামারিদের প্রশিক্ষণ কর্মশালায় সনদ ও অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রফিকুল ইসলাম'র সভাপতিত্বে এবং ভেটেরিনারি সার্জন ডা: হারুন অর রশীদ'র পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পৌর মেয়র ও পৌর আ'লীগের সভাপতি এম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: লাবনী আক্তার, উপজেলা ডেইরি এসোসিয়েশনের সভাপতি রবিউল হক চৌধুরী মাহবুব, সাধারণ সম্পাদক বদরুদ্দোজা ভূঁইয়া তারেক, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: জাহিদ হাসান জনি। এসময় উপস্থিত ছিলেন, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল জলিল, উপ-সহকারী কৃত্রিম প্রজনন কর্মকর্তা রিয়াজ উদ্দিন, সিইএ মো: ইউনুস খাঁন, এলএসপি মামুন মিনার, এলএফএ স্বপন রায়, রাহুল হোসেন প্রমুখ। ১৮ জুন থেকে শুরু হওয়া গরুর হৃষ্টপুষ্টকরণ ও খামার ব্যবস্থাপনা বিষয়ক দুইদিন ব্যাপী এ প্রশিক্ষণে অংশ নেন উপজেলার ৪০ জন খামারি। প্রশিক্ষণ শেষে খামারিদের মাঝে সনদ এবং সম্মানি ভাতা প্রদান করা হয়।

Share News

Copy Link

Comments *