২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
ফেনীতে ৫৪টি উন্নয়ন কাজের ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • Updated Nov 15 2023
  • / 434 Read

 

স্টাফ রিপোর্টার;
সারাদেশে একযোগে উন্নয়ন প্রকল্পের কাজের ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠান গতকাল গণভবন থেকে সরাসরি ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফেনী জেলায় ১০টি প্রকল্পের আওতায় ৫৪টি উন্নয়ন কাজ উদ্বোধন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, জেলা প্রশাসক মুছাম্মাৎ শাহীনা আক্তার, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক গোলাম মো: বাতেন, সিভিল সার্জন ডা. সিহাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহাদাৎ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোমেনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অভিষেক দাস, ফেনী সরকারি কলেজ অধ্যক্ষ মোহাম্মদ মোক্তার হোসেইন, ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজী, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, সোনাগাজী পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ।


প্রকল্প গুলো হলো, মহুরী নদীর উপর ১৪০.২ মিটার পিসি গার্ডার সেতু, চট্টগ্রাম-ফেনী-বখরাবাদ গ্যাস পাইপ লাইন, লেমুয়া সাব-রেজিস্ট্রি অফিস, নব নির্মিত জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন, ফেনী-নোয়াখালী মহাসড়ক ২ লেন হতে ৪ লেনে উন্নীতকরণ, সোনাপুর-কবিরহাট-কোম্পানিগঞ্জ-দাগনভূঞা আঞ্চলিক মহাসড়কের মান উন্নতকরণ, জেলায় ২টি কমিউনিটি ক্লিনিক স্থাপন, ফেনী জেনারেল হাসপাতালে ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ স্থাপন ও ফেনীতে নব নির্মিত ২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করা হয়।


উল্লেখ্য, সারাদেশে ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের ১৫৭টি প্রকল্পের ১০ হাজার ৪১টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। এসব প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৯৭ হাজার ৪৭১ কোটি টাকা। শেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করেন।

 

Tags :

Share News

Copy Link

Comments *