ছাগলনাইয়ায় ডায়াবেটিস দিবস পালন
- Updated Nov 15 2023
- / 465 Read
ছাগলনাইয়া প্রতিনিধি;
‘ডায়াবেটিসের ঝুঁকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন’ প্রতিপাদ্যেকে সামনে রেখে ছাগলনাইয়া বিশ্ব ডায়বেটিস দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে ছাগলনাইয়া ডায়বেটিস সমিতির উদ্যোগে একটি শোভাযাত্রা পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমিতির কার্যালয়ে শেষ করেন।পরে আলোচনা সভা, কেককাটা ও বিনামূল্যে চিকিৎসা সেবা চালু করে ছাগলনাইয়া ডায়াবেটিস হাসপাতাল।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ডায়াবেটিস সমিতির সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন বুলবুল। সমিতির কোষাধ্যক্ষ নুরুল হকের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সদস্য মোস্তফা ফরাজী,ওসি তদন্ত মনির হোসেন, মহিলা কাউন্সিলর সাহেনা আকতার,মহামায়া যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন ও সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে বক্তব্যরা বলেন, ডায়াবেটিসের সমস্যায় আগেই রাশ টানার পাশাপাশি জীবনযাত্রায় খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনতে হবে। ধূমপান এবং মদ্যপান বর্জন করা, নিয়মিত সুগারের লেভেল পরীক্ষা করা, নিয়ম মেনে ওষুধ খাওয়া এবং সারাদিনে অন্তত ঘণ্টাখানেক সময় হাঁটার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত