২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
ফেনী সরকারি কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
  • Updated Nov 15 2023
  • / 469 Read



নিজস্ব প্রতিনিধি;
ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি বলেছেন, গত ১৫ বছরের মধ্যে ফেনী সরকারি কলেজে কখনো শ্রেণির কার্যক্রম ব্যাহত হয়নি। ফেনী সরকারি কলেজে শিক্ষার পরিবেশ যথেষ্ট উন্নত হয়েছে। শিক্ষার্থীরা নিরাপদে পড়াশোনা করতে পারছে। এর আগে অন্যান্য সরকার আমলে এ পরিবেশ ছিলো না।


তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, বিএনপি-জামায়াত যেসব বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে। সেটি দেশের সচেতন মানুষসহ আপনারা দেখছেন। তারা ক্ষমতায় আসার আগেই শিক্ষাবান্ধব পরিবেশকে কুলষিত করে তুলেছে। অযৌক্তিক হরতাল, ধর্মঘট ডেকে দেশের হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ঝুকির মধ্যে ফেলে দিয়েছে। ভয়ে শিক্ষার্থীরা শিক্ষালয়ে যেতে পারছে না। তার উপর বোমার বিকট আওয়াজে শিক্ষার্থীরা ভীত সন্ত্রস্ত্র হয়ে পড়েছে। 
দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে এবং শিক্ষাবান্ধব বর্তমান সরকারকে পুণরায় ক্ষমতায় অধিষ্ঠিত করা প্রয়োজন। এতে ফেনী সরকারি কলেজের উন্নয়নের ধারা ও শান্তি শৃঙ্খলা অব্যহত রাখতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানান তিনি।
মঙ্গলবার সকালে ফেনী সরকারি কলেজ বীর মুক্তিযুদ্ধা খাজা আহমেদ অডিটোরিয়ামে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রাধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। 
ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোক্তার হোসেইন’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ দেলওয়ার হোসেন, কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক ইতিহাস বিভাগের প্রধান প্রফেসর মোঃ ফজলে এলাহী।


ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাহফুজ উদ্দিন’র সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি ও কলেজ ছাত্রসংসদের ভিপি তোফায়েল আহমেদ তপু, সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ, কলেজ ছাত্রলীগের সভাপতি নোমান হাবিব, অভিভাবক হারুনুর রশিদ চৌধুরী, জন্নাতুল ফেরদৌস মিনু, কলেজের সবেক শিক্ষার্থী শামসুন্নাহার তামান্না, মোঃ মিরাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
শেষে ২শ ৯জন কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। এর আগে, ভিডিও চিত্রে ফেনী সরকারি কলেজের উন্নয়নের চিত্র প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয়।

Tags :

Share News

Copy Link

Comments *