ফেনীতে ডায়াবেটিস সচেতনতামূলক র্যালী
- Updated Nov 15 2023
- / 459 Read
শহর প্রতিনিধি:
ফেনীতে সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে বিশ্ব ডায়াবেটিস দিবসের সচেতনতামূলক র্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ডায়াবেটিস হাসপাতালের সামনে থেকে ফেনী ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের নেতৃত্বে র্যালীটি ট্রাংক রোড, কলেজ রোড ও মিজান রোড প্রদক্ষিণ করে।
র্যালীতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ফেনী ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি আবদুল মোতালেব ও সামী-উল হক সাহীন, সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. খান মো. আসাদুল্লা হেল গালিব, সহকারী পরিচালক মোহাম্মদ ইউনুছ, যুগ্ম সম্পাদক খোন্দকার নজরুল ইসলাম ও সৈয়দ জহির উদ্দিন আকবর শিপন, যুগ্ম কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন, কার্যকরী পরিষদ সদস্য আবুল কাশেম, আবু নাছের চৌধুরী, মজিবুর রহমান ভূঁইয়া, ফরিদ আহমদ ভূঁইয়া, সাহাব উদ্দিন আহামেদ সিকদার, ইঞ্জিনিয়ার চঞ্চল দে সরকার, এ.কে.এম সিরাজুল ইসলাম চৌধুরী, রাজিব খগেশ দত্ত ও সমিতির কার্যকরী কমিটির সদস্য, আজীবন সদস্য, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
র্যালীতে ফেনী সরকারী কলেজ, ফেনী সরকারী জিয়া মহিলা কলেজ, জয়নাল হাজারী কলেজ, ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ফেনী সেন্ট্রাল হাই স্কুল, ফেনী জি.এ একাডেমী, রামপুর বালিকা উচ্চ বিদ্যালয়, পৌর বালিকা বিদ্যা নিকেতন, শহীদ মেজর সালাউদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয়, ফেনী পৌর বালিকা বিদ্যা নিকেতন, ফেনী বালিকা বিদ্যানিকেতন, ল্যাবরেটরি হাই স্কুল স্কাউট/গালর্স গাইড ও বাদক দল, বাংলাদেশ রেড ক্রিসেন্ট ফেনীর যুব ইউনিটের সদস্যবৃন্দ, ফেনী জেলা ক্রীড়া সংস্থা, রোটারী, রোটারেক্ট, লায়ন্স ও লিও ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ বর্ণিল সাজে অংশগ্রহণ করে।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত