ছাগলনাইয়ায় উপজেলা আ’লীগের প্রস্তুতি সভা
- Updated Nov 14 2023
- / 485 Read
ছাগলনাইয়া প্রতিনিধি:
আসছে আগামী ১৫ নভেম্বর ছাগলনাইয়ায় আওয়ামী লীগের জনসভাকে সফল করার লক্ষে উপজেলা আ’লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ।
সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সাবেক ভাইস চেয়ারম্যান এয়ার আহম্মেদ ভুঁইয়া, বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, উপজেলা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক আবদুল বাকি চৌধুরী শিমুল, ধর্ম বিষয়ক সম্পাদক ইলিয়াস হোসেন সোহাগ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মুন্সী মোর্শেদ আলম, সাধারণ সম্পাদক মির্জা ইমাম হোসেন প্রমুখ সহ যুবলীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।