০২ এপ্রিল, ২০২৫ || ১৯ চৈত্র, ১৪৩১
সাহাপুর মাস্টার বাড়ির স্বজনদের সংবর্ধনায় জাফর উদ্দিন
  • Updated Nov 14 2023
  • / 492 Read

 

স্টার লাইন ডেস্ক;
স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ 'কমিউনিটি পুলিশিংয়ের' সভাপতি মনোনীত হওয়ায় সাহাপুর আব্দুল হক মাস্টার মজুমদার বাড়ির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল সন্ধ্যায় স্টার লাইন গ্রুপের প্রধান কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন, হাজী নরুল আলম। গ্রুপের জনসংযোগ কর্মকর্তা জসিম মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক স্টার লাইন পত্রিকার নির্বাহী সম্পাদক মাঈন উদ্দিন, একরামুল হক মিলন, মুজিবুল হক টিটু, ডা. কামাল হোসেন, তোফায়েল হোসেন স্বপন, করিমুল হক মুরাদ, সাইফুল ইসলাম, শাহাদাৎ হোসেন, আবদুল কাদের জিলানী মানিকসহ সাহাপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। 


সংবর্ধিনার জবাবে জাফর উদ্দিন বলেন, সাহাপুর আব্দুল হক মাস্টার মজুমদার বাড়িতে আমার মায়ের জন্ম হয়েছে। আমার নানার বাড়ি হিসেবে এ বাড়িটি নিয়ে আমি গর্ববোধ করি। এ বাড়ির প্রতিটি মানুষই আমার স্বজন। রক্তের সম্পর্কের মানুষগুলো যখন আমাদের কোনো অর্জনে উচ্ছ্বাসিত হয়, তখন আমরা আবেগ আপ্লুত হয়ে পড়ি। কেননা নিজেদের আপনজনের কাছ থেকে অর্জনের স্বীকৃতি পাওয়া আর অন্যদের কাছ থেকে স্বীকৃতি পাওয়া এক নয়। কেননা স্বজনদের স্বীকৃতিতে কোনো স্বার্থ থাকে না। থাকে শুধু শ্রদ্ধা, সম্মান আর হৃদয় নিংড়ানো ভালোবাসা। আজ আমি ধন্য। আমার স্বজনরা আমাকে সংবর্ধনা দিয়ে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করলেন। এসময় জাফর উদ্দিন আবেগ আপ্লুত হয়ে শৈশবের নানা বাড়ির স্মৃতিচারণ করেন। 


অনুষ্ঠানের শুরুতেই আব্দুল হক মাস্টার মজুমদার বাড়ির পক্ষ থেকে জাফর উদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

Tags :

Share News

Copy Link

Comments *