০৩ ডিসেম্বর, ২০২৪ || ১৯ অগ্রহায়ণ, ১৪৩১
নৌকার সমর্থনে এ. কে আজাদের গণসংযোগ
  • Updated Nov 14 2023
  • / 443 Read

 

সোনাগাজী প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষে সোনাগাজীতে শোভাযাত্রা, গণসংযোগ ও উন্নয়নের প্রচারপত্র বিলি করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য এ. কে আজাদ।


সোমবার সকালে দাগনভূঞার সিন্দুরপুর থেকে মোটর সাইকেল ও বেশ কয়েকটি গাড়ী নিয়ে মাইক ও ব্যান্ডপার্টি বাজিয়ে শোভাযাত্রা শুরু করে দাগনভূঞার গুরুত্বপূর্ণ বাজার ও সড়ক ঘুরে সোনাগাজীতে আসন তিনি, সোনাগাজীর কয়েকটি বাজার ও সড়ক ঘুরে পৌর-শহরে অবস্থিত উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন।  


এসময় এ. কে আযাদ বলেন, আমি আমার নিজের স্বার্থে আসিনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে পুনরায় সরকার গঠনে সহযোগিতা করার লক্ষ্যেই আমি রাজপথে বের হয়েছি। আমি নিজেও নৌকার মনোনয়ন প্রত্যাশি, দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে ফেনী-৩ আসনটি আমি প্রধানমন্ত্রীকে উপহার দিতে পারবো। এই এলাকার উন্নয়ন অগ্রগতি তরান্বিত করতে কাজ করবো। দল মনোনয়ন না দিলেও আমি নৌকার বিজয়ের লক্ষে কাজ করবো।   
এসময় শতাধিক মোটর সাইকেল ও বেশ কয়েকটি গাড়ী যোগে করা শোভাযাত্রায় শত শত দলীয় নেতাকর্মী নৌকার সমর্থনে শ্লোগান দেন।
উল্লেখ্য এ. কে আজাদ আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য ছাড়াও ইউনাইটেড ডিস্ট্রিকস ক্লাব লিমিটেডের পরিচালক,   দুবাই বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টাসহ বেশ কয়েকটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত থেকে গণমানুষের সেবা করে যাচ্ছেন।

Tags :

Share News

Copy Link

Comments *