২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই নারীরা আজ নিরাপদ -নিজাম উদ্দিন হাজারী এমপি
  • Updated Nov 14 2023
  • / 468 Read


ফেনী পৌর আওয়ামীলীগের মহিলা সমাবেশ

নিজস্ব প্রতিনিধি: 
ফেনী-২ আসনের সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই আজ নারীরা নির্বিঘ্নে ঘরে থেকে বের হতে পারছেন। তিনি আছেন বলেই আজ দেশে নারীরা স্পিকার, এসপি-ডিসিসহ দেশের গুরুত্বপূর্ণ জায়গাতে দায়িত্ব পেয়েছেন। গতকাল সোমবার বিকালে ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফেনী পৌর আওয়ামীলীগ আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
এসময় নিজাম উদ্দিন হাজারী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ধার্মিক মহিলা। উনারমত ধার্মিক মহিলা শুধু বাংলাদেশে নয়; পৃথিবীর অন্য কোথায়ও আছে বলে আমার জানা নেই। প্রধানমন্ত্রী একসাথে ৫৬০টি মডেল মসজিদ স্থাপন করে সারা পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করেছেন। ইসলামের প্রতি, জাতির প্রতি উনার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। 


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফেনী মহিলা আওয়ামীলীগের মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন ফেনী পৌর আওয়ামীলীগের সভাপতি আইনুল কবির শামীম। বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহান আরা বেগম সুরমা, সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড়মনি, ফেনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
সমাবেশে আরও বক্তব্য রাখেন ফেনী পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রাহেলা আক্তার ছবি ও ১৩ ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছম আনজু মান। সমাবেশে ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ড থেকে বিভিন্ন শ্রেণি পেশার নারীরা অংশ নেয়। 

 


শৃঙ্খলিত সমাবেশে অংশ নেন ৭ সহস্রাধিক নারী

স্টাফ রিপোর্টার:
ফেনী পৌর আওয়ামীলীগের আয়োজনে মহিলা সমাবেশে অন্তত ৭ থেকে ৮ হাজার নারীর সমাগম ঘটে। বিকাল ৩ টার আগেই বিভিন্ন এলাকা থেকে আগত নারীদের উপস্থিতিতে সমাবেশ স্থল ভরে ওঠে। আগত নারীরা সমাবেশ স্থলে সু-শৃঙ্খলভাবে অংশ নিয়ে কর্মসূচী প্রাণবন্ত করে তোলে। এরআগে সমাবেশ উপলক্ষে ফেনী পাইলট স্কুল মাঠে দৃষ্টিনন্দন স্টেইজ, ভিন্ন রকম ডায়াস ও বিভিন্ন প্রকারের ব্যানার পেস্টুন দিয়ে সাজানো হয়। 
ফেনী পৌরসভার ১নং ওয়ার্ড থেকে আগত এক নারী বলেন, ফেনীতে এর থেকে বড় আর কোন নারী সমাবেশ আগে দেখিনি। তবে অত্যন্ত সু-শৃঙ্খল ও সাজানো গোছানো আয়োজন থাকায় আগত নারীরা স্বাচ্ছন্নবোধ করেছে।   

 

Tags :

Share News

Copy Link

Comments *