কালী পূজায় কৃষ্ণচূড়া দিলো দুস্থদের মাঝে বস্ত্র
- Updated Nov 13 2023
- / 526 Read
নিজস্ব প্রতিনিধি:
ফেনী জেলাকে অসাম্প্রদায়িক বাংলাদেশের উদাহরণ বলে মন্তব্য করেছেন ফেনীর পুলিশ সুপার মোঃ জাকির হাসান।
গতকাল রোববার সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীদের শ্যামা পূজা উপলক্ষে কৃষ্ণচূড়া সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে সুলতানপুর শ্রীশ্রী রক্ষাকালী বাড়িতে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
পুলিশ সুপার জাকির হাসান বলেন, কিছুদিন পূর্বে সারা বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দূর্গাপূজা শেষ হয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারে ফেনীর আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষরাও আন্তরিকভাবে সহযোগিতা করেছে। ফেনী জেলা অসাম্প্রদায়িক বাংলাদেশের উদাহরণ। তিনি আরও বলেন, ফেনীর মানুষ খুবই শান্তিপ্রিয়। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সনাতন ধর্মাবলম্বীরা বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবের আমেজে ১৪৭টি পূজা মণ্ডপে দূর্গা পূূজা পালন করেছে। এ চিত্র পুরো বাংলাদেশের। আজ শ্যামা পূজা উপলক্ষে কৃঞ্চচূড়া সংগঠনে শুধুমাত্র সনাতন ধর্মালম্বীদের মাঝেই নয় মুসলিমদেরও বস্ত্র বিতরণ করেছে। এটিই হলো বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ। আগামীতেও এ ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
কৃষ্ণচূড়া সংগঠনের সভাপতি সাংবাদিক সুরঞ্জিত নাগের সভাপতিত্বে রাজন চন্দ্র দাসের সঞ্চালনায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও কালী বাড়ি মন্দির কমিটির সভাপতি অমর কৃষ্ণ দাস, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আতিক উল্লাহ ফয়সাল। কালী বাড়ি মন্দির কমিটির সাবেক সভাপতি নিকুঞ্জ বিহারী পাল প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আতিক উল্লাহ ফয়সাল বলেন, ছোট বেলা থেকে এ এলাকার হিন্দু মুসলমানদের একে অন্যের সুখে-দুঃখে পাশে দাড়াতে দেখেছি। কখনও কোন সাম্প্রদায়িক আচরণ কেউ কারও সাথে করেনি। অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী রাষ্ট্র প্রধান শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশের এ ধারা অব্যাহত রাখার দাবি জানান তিনি।
অনুষ্ঠানে কৃষ্ণচূড়া সংগঠন ৭০ জন দুঃস্থের মাঝে বস্ত্র বিতরণ করেন। শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত