ফেনীতে সড়ক-মহাসড়কে বিএনপির বিক্ষোভ গাজী মানিক, বাবুল, জসিম, নাসির গ্রেফতার
- Updated Nov 13 2023
- / 456 Read
নিজস্ব প্রতিনিধি:
ফেনীতে বিএনপি-যুবদলের ৯ নেতাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার দিবাগত রাত ও রবিবার পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। রবিবার রাতে ফেনী মডেল থানার ওসি বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খোন্দকার, ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন পাটোয়ারী, কালিদহ ইউনিয়ন বিএনপি নেতা মহি উদ্দিন, ছাত্রদল নেতা মো. আরমান হোসেন, যুবদল নেতা মো. ইসমাইল ও মো. মুন্না।
র্যাব জানায়, শনিবার দিবাগত রাতে জেলা শহরের পৃথক স্থানে অভিযান চালিয়ে নাশকতা মামলার অন্যতম আসামী জাকির হোসেন জসিম, নাসির উদ্দিন খোন্দকার, মো. ইসমাইল ও মো. মুন্না নামের ৪ জনকে আটক করে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের প্রত্যেকের নামে একাধিক মামলা রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি সদীপ কুমার দাস বলেন, রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে জেলা বিএনপি নেতা গাজী হাবিবুল্লাহ মানিকের নেতৃত্বে মহাসড়কের বিক্ষোভ করে অবরোধ দেয়ার চেষ্টা চালানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হাবিবুল্লাহ মানিককে গ্রেফতার করে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদুল ইসলাম চৌধুরী জানান, রবিবার সকাল ৭ টার দিকে শহরের দাউদপুর ব্রীজ সংলগ্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে জনসাধারণের জানমালের ক্ষতি সাধনের চেষ্টা চালায়। এসময় পুলিশ ধাওয়া করে দেলোয়ার হোসেন বাবুল, জিয়া উদ্দিন পাটোয়ারী, মহি উদ্দিন ও মো. আরমান হোসেনকে গ্রেফতার করে। ফেনী শহরে রবিবার নাশকতা মামলায় সর্বমোট ৯ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবীতে ফেনীসহ সারা দেশে অবরোধ চলছে। ফেনীতে হরতালের সমর্থনে দলীয় নেতাকর্মীরা বিক্ষোভের চেষ্টা করলে পুলিশ অতর্কিত লাঠিচার্জ শুরু করে। এতে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে। পুলিশ মিছিল থেকে ৪ জন নেতাকে ধরে নিয়ে মিথ্যা মামলায় আদালতে সোপর্দ করেছে। আমরা এর নিন্দা জানাই। গ্রেফতারকৃত সকল বন্দিদের অবিলম্বে মুক্তি দাবি করছি।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত