ছাগলনাইয়ায় স্পীড ব্রেকার নির্মাণ’র দাবিতে মানববন্ধন
- Updated Nov 13 2023
- / 458 Read
ছাগলনাইয়া প্রতিনিধি:
ছাগলনাইয়া পৌরসভা পূর্ব বাঁশপাড়া বটতলী এলাকায় স্পীড ব্রেকার নির্মাণ এর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১২ নভেম্বর) বিকেলে স্থানীয়রা এ মানববন্ধনে অংশগ্রহণ করে।
স্থানীয়দের দাবি, বক্সমাহমুদ হতে বিপরীত থেকে আসা ও জমাদ্দার বাজার থেকে বটতলী লিংক রোড় হতে আসা বিভিন্ন যানবাহন চলাচলে প্রায় সময় ত্রিমুখী সংঘর্ষে অনেকে হতাহত হওয়ার শিকার হয়ে থাকে। তাই এমতাবস্থায় যানবাহন গুলো ত্রিমুখী সংঘর্ষ ও দূর্ঘটনা এড়াতে স্পীড ব্রেকার নির্মাণ এর কোন বিকল্প নেই।
স্থানীয়রা আরো দাবি করে বলেন, দ্রুত যানবাহন চলাচলে মসজিদে নামাজ পড়তে আসা বয়োবৃদ্ধ মুসল্লীরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হয়। স্পীড ব্রেকার অতিদ্রুত নির্মাণ না করা হলে যেকোন সময়ে বড় ধরনের দূর্ঘটনায় ঘটে যেতে পারে অনেকের প্রাণহানি।
মানববন্ধনে অংশগ্রহণ করেন, স্থানীয় পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব, স্থানীয় আবদুল কাদের মজুমদার, আবদুল লতিফ মজুমদার, সাইফুল ইসলাম, আবদুল হালিম, কাজী মো. ইকবাল বাহার, কাজী একরামুল হক, ইমাম হোসেন লিটন ও জহিরুল হক প্রমুখ।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত