সোনাগাজী সমিতি ঢাকার শিক্ষাবৃত্তি কার্যক্রমের উদ্বোধন
- Updated Nov 12 2023
- / 498 Read
স্টাফ রিপোর্টার:
সোনাগাজী সমিতি ঢাকারা শিক্ষাবৃত্তি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরের দিকে ফেনীর একটি রেস্টুরেন্টে শিক্ষাবৃত্তি কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-৩ আসনে সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।
সোনাগাজী সমিতির সহ-সভাপতি ও সাবেক সচিব মাহবুবুল হক মিল্লাতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, শিক্ষা বৃত্তির উদ্যোক্তা ও এনডি গ্রুপের চেয়ারম্যান সিআইপি মেজবাহ উদ্দিন খান কিসলু, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের। সমিতির সাধারণ সম্পাদক ও এলজিইডির প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার আমিনুর রশিদ চৌধুরী মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে সোনাগাজী উপজেলার এমপিওভুক্ত ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সভাপতিসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
সভায় সমিতির লাইব্রেরী ও গবেষণা সম্পাদক রাবেয়া আক্তার শিক্ষাবৃত্তিতে নারী শিক্ষার্থীদের জন্য পৃথক ৩০ ভাগ বরাদ্দের দাবী জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইব্রাহীম খলিল, চরলক্ষ্মীগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইলিয়াস, বক্তারমুন্সি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আনোয়ারুল আফসার ফারুকী, বিষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন মো. আলমগীর প্রমূখ।
আয়োজকরা জানান, বৃত্তি পরীক্ষা শেষে ট্যালেন্টপুলে প্রতি শ্রেণীতে ৬ জনকে এবং ২৫ জনকে সাধারণ বৃত্তি দেয়া হবে। তন্মধ্যে ট্যালেন্টপুলে ১ম হওয়া শিক্ষার্থীরা ২০ হাজার, ২য় হলে ১৫ হাজার ও ৩য় হওয়া শিক্ষার্থীদের ১০ হাজার টাকা বৃত্তি দেয়া হবে। এছাড়াও ৫ হাজার টাকা করে ২৫ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত