ডেঙ্গুর কাছে হেরে গেল ফেনীর মেধাবী শিক্ষার্থী ইলা
- Updated Nov 12 2023
- / 466 Read
বাড়িতে শোকের মাতম
নিজস্ব প্রতিনিধি:
ডেঙ্গুর কাছে হেরে গেলেন ফেনীর মেধাবী ছাত্রী মাহদিয়াত রহমান ইলা (১৮)। ডেঙ্গু আক্রান্ত হয়ে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার তার মৃত্যু হয়েছে। ইলা ফেনীর সিভিল সার্জন কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমানের মেয়ে। সে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে পরে ফেনী সরকারী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ফলপ্রার্থী ছিলেন।
ইলার বাবা মিজানুর রহমান বলেন, মেয়েটি এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পাবার সম্ভাবনা রয়েছে। এইচএসসি পরীক্ষা শেষে ঢাকার একটি মেডিকেল ভর্তি কোচিংএ কোচিং করছিলো ইলা। ৭ নভেম্বর ইলা ঢাকায় জ্বর আক্রান্ত হয়ে ৮ নভেম্বর গ্রামের বাড়ি ফেনীতে চলে আসে। ৯ নভেম্বর তার ডেঙ্গু শনাক্ত হলে ডাক্তার রিয়াজ উদ্দিনের তত্ত্বাবধানে বাসায় চিকিৎসা চলছিলো। ১০ নভেম্বর রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে ১১ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় তাকে ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালের ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আসিফ ইকবাল বলেন, ইলাকে সকাল সাড়ে ১০টার দিকে গুরুত্বর অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।
ইলার চাচা জহিরুল ইসলাম বিজয় জানান, শনিবার রাতে ফেনীর দাগনভূঞার মাতুভূঞা ইউনিয়নের মমারিজপুর এলাকায় জানাজা শেষে মাহদিয়াতের মরদেহ দাফন করা হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত