০২ এপ্রিল, ২০২৫ || ১৯ চৈত্র, ১৪৩১
স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্লাস পার্টি অনুষ্ঠিত
  • Updated Nov 11 2023
  • / 713 Read


শহর প্রতিনিধি;
স্বনামধন্য স্টার লাইন গ্রুপ’র শিক্ষা প্রতিষ্ঠান স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল’র ক্লাস পার্টি উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

আজ সকালে শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কস্থ স্টার লাইন গ্রুপের প্রধান কার্যালয় সংলগ্ন স্কুল মিলনায়তনে এতে প্রধান অতিথি থেকে ক্লাস পার্টি ও স্কুলের ১৭ বছর পদার্পন উপলক্ষে কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন। এর আগে পবিত্র কুরআন থেকে তিলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।


স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল ও ফেনী ন্যাশনাল কলেজের অধ্যক্ষ আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্টার লাইন গ্রুপের পরিচালক মাহমুদুল হক চৌধুরী মনির।
স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল শিক্ষার্থীদের যৌথ সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, স্কুলের কো-অর্ডিনেটর জান্নাতুল ফেরদাউস পপিসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

পরে শিক্ষার্থীদের নাচ, গান ও আবৃত্তির মধ্য দিয়ে জমে ওঠে ক্লাস পার্টি। 
উল্লেখ্য; প্রতি বছরের শেষ ক্লাসকে শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাস পার্টি হিসেবে উদযাপন করে থাকে। ক্লাস পার্টি উপলক্ষে স্কুল’র প্রত্যেকটি শ্রেণী কক্ষ ও অফিসকে বর্ণিল সাজে সাজিয়েছে শিক্ষার্থীরা।

Tags :

Share News

Copy Link

Comments *