০২ এপ্রিল, ২০২৫ || ১৯ চৈত্র, ১৪৩১
অবরোধ: ফেনী সরকারী কলেজের প্রধান ফটকে ছাত্রদলের তালা
  • Updated Nov 08 2023
  • / 634 Read

নিজস্ব প্রতিনিধি;
বিএনপি-জামায়াতের ডাকা দুই দিনের অবরোধের সমর্থনে আজ ০৮ নভেম্বর বুধবার ভোরে ফেনী সরকারী কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় ছাত্রদল। এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ‘সর্বাত্মক অবরোধ’ লেখা সম্বলিত একটি প্ল্যাকার্ডও টানিয়ে দেয় তারা।

 
একাধিক শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, তালা ঝুলিয়ে দেওয়ার পর প্রধান ফটক দুটি সকাল সাড়ে ৯টা পর্যন্ত বন্ধ ছিলো। এসময় শিক্ষক-শিক্ষার্থীরা কলেজের ফটকে অবস্থান নেন। পরে ফটকের তালা ভেঙে সাড়ে ৯টার দিকে যাতায়াত ব্যবস্থার সুযোগ তৈরি করে দেয় কলেজ কর্তৃপক্ষ। এরপর স্বাভাবিক দিনের মতো ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে।

 
ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোক্তার হোসেইন বলেন, ফটকে তালা দিয়ে ব্যানার সাঁটিয়ে দেয়া হয়। সেটি খোলার পর স্বাভাবিক দিনের মতো কলেজে কার্যক্রম চলছে।

Tags :

Share News

Copy Link

Comments *