০৩ এপ্রিল, ২০২৫ || ২০ চৈত্র, ১৪৩১
মুক্তিযোদ্ধা হত্যা দিবস উপলক্ষে ফেনী জেলা আ’লীগের আলোচনা সভা
  • Updated Nov 08 2023
  • / 525 Read

 

শহর প্রতিনিধি;
১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী বিপ্লবের নামে মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়েছিলো। জিয়াউর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার জন্যই ৩রা নভেম্বর কারাগারের অভ্যন্তরে জাতীয় ৪ নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়। এই হত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগ নিধন কর্মসূচি গ্রহন করে জিয়া। উপরোক্ত মন্তব্য করেছেন ফেনী জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট হাফেজ আহমেদ পিপি। 


গতকাল বিকালে পৌরসভাস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যলয়ে ৭ই নভেম্বর মুক্তিযোদ্ধা হত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি আরো বলেন, বর্তমানে আওয়ামী লীগের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে বিএনপি জামায়াত জোট হরতাল অবরোধের নামে মানুষের জান মালের ক্ষতি সাধন করে চলেছে। মানুষ হত্যা, অগ্নি সন্ত্রাস ও রাস্ট্রিয় সম্পদ ধ্বংসে সহিংসতা অব্যহত রেখেছে। ফেনীতে এই ধরনের নাশকতা মূলক কর্মকান্ড ঘটালে জেলা আওয়ামী লীগ দাঁত ভাঙা জবাব দিবে । 


জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক একে শহীদুল্লাহ খন্দকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলী হায়দার মাস্টার, সহ সভাপতি হাজী জামাল উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহজাহান সাজু, পৌর আওয়ামী লীগের সভাপতি আইনুল কবির শামীম, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা যুবলীগের সভাপতি ও দাগনভুঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন, জেলা ছাত্রলীগের সভাপতি নুর করিম জাবেদ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর বাহার উদ্দিন বাহার জেলা আওয়ামীলীগের সদস্য পারভেজুল ইসলাম হাজারী, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি করিম উল্যাহ বিকম, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শম্ভু বৈষ্ণব, যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, পৌর মহিলা আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।  

Tags :

Share News

Copy Link

Comments *