২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
ফেনীতে চালক-শ্রমিকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • Updated Nov 08 2023
  • / 492 Read


শব্দদূষণ থেকে বাঁচতে সবাইকে সচেতন হতে হবে
-জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার: 
ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেছেন, শব্দদূষণের কারণে আমাদের দেহে নানা সমস্যার সৃষ্টি হয়। বিশেষ করে শব্দদূষণের প্রভাবে অকালে শ্রবণশক্তি লোপ পাওয়া ও হৃদরোগসহ নানা রোগের ঝুঁকি বাড়ে। তাই শব্দদূষণ সম্পর্কে আমাদের সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে বিভিন্ন পরিবহনের চালক-শ্রমিকদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে। সবাই সচেতন হলেই আমরা শব্দ দূষণমুক্ত একটি পরিবেশে থাকতে পারবো।  


শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্পের আয়োজনে ফেনীতে পরিবহন চালক ও শ্রমিকদের নিয়ে শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। 
গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শফিকুর রিদোয়ান আরমান শাকিল। স্বাগত বক্তব্য রাখেন, পরিবেশ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক মোসাম্মৎ শওকত আরা কলি। 
জেলা প্রশাসনের সহকারী কমিশনার মুক্তা গোস্বামী’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান ও পরিবহন মালিক গ্রুপের সহ-সভাপতি জাফর উদ্দিন, বিআরটিএ'র ফেনীর সহকারী পরিচালক প্রকৌশলী আতিকুর রহমান, ফেনী জেনারেল হাসপাতালের নাক কান গলা বিশেষজ্ঞ ডা. মোবারক হোসেন দুলাল, মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল ও ট্রাফিক কর্মকর্তা এসএম শওকত হোসেন।  


অন্যান্যের মাঝে প্রশিক্ষণে অংশ নেন পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. গোলাম নবী, ফেনী জেলা ট্রাক কার্ভাড-ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চৌধুরী, ফেনী জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আজম চৌধুরী, স্টার লাইন পরিবহন বিভাগের কর্মকর্তা মিজানুর রহমান। অন্যান্যর মধ্যে ফেনী জেলা ট্রাক ও মিনি ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু শাহীন, ফেনী জেলা পিকাপ মালিক সমিতির সভাপতি পারভেজ চৌধুরী, ফেনী জেলা প্রাইম মুভার মালিক সমিতির সভাপতি দাউদুল ইসলাম সুমন, ফেনী জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোরশেদা আক্তার মিয়াজী, ফেনী শহর ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হেলাল, ফেনী জেলা ট্রাক ও মিনি ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা মোঃ ইয়াসির আরাফাত দিলু প্রমূখ। 

Tags :

Share News

Copy Link

Comments *