২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
অগ্নিসন্ত্রাস ও নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ছাগলনাইয়ায় বিক্ষোভ
  • Updated Nov 08 2023
  • / 454 Read

 

হরতাল-অবরোধ করে
 নির্বাচন বানচাল করা যাবেনা
-শিরীন আখতার এমপি 

নিজস্ব প্রতিনিধি;
ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেছেন, ১৯৭১ ও ৭৫ এর ঘটনাকারীরাই এখন দেশে হরতাল অবরোধ দিয়ে দেশের উন্নয়ন নস্যাৎ করতে চায়। ২৮ অক্টোবর তারা প্রকাশ্যে কি ধরনের জঘন্য অপরাধ করেছে তা দেশবাসী দেখেছে। তাদেরকে মোকাবেলা করে প্রতিহত করতে আমরা রাজপথে আছি। হরতাল-অবরোধকারীরা এখানে টিকতে পারবেনা। তাদেরকে রুখে দিতে হবে। 


মঙ্গলবার বিকালে ছাগলনাইয়া উপজেলা শহরের বিএনপি-জামায়াতের হরতাল, অবরোধের নামে অগ্নিসন্ত্রাস ও নির্বাচন বানচালের দেশি-বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন।
এসময় শিরীন আখতার আরও বলেন, বাংলাদেশের সংবিধান মেনে দেশে যথা সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচন অনুষ্ঠিত হবে। হরতাল অবরোধ দিয়ে নির্বাচন বানচাল করার ক্ষমতা কারো নেই। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের সরকার দেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছে। এই উন্নয়ন সহ্য করতে না পেরে স্বাধীনতাবিরোধী শক্তি দেশি-বিদেশিদের নিয়ে নানা চক্রান্ত করছে। উন্নয়নের স্বার্থে এ সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। 


উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা জাসদ’র সভাপতি নুরুল আমিন। উপজেলা জাসদের সাধারণ সম্পাদক রেজাউল করিম সোহাগের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা জাসদের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা আঞ্জু, উপজেলা সাংগঠনিক সম্পাদক ডাক্তার আবদুল্লাহ রিপন, দপ্তর বিষয়ক সম্পাদক মুন্সী আজিমুল হক, মহিলা বিষয়ক সম্পাদক আসমাউল হোসনা, সিনিয়র সহ-সভাপতি সিরাজ-উদ-দৌল্লাহ পাটোয়ারী, সহ-সভাপতি মোহাম্মদ আলী, মাহমুদা আক্তার, পৌর জাসদ সভাপতি কাজী মিজানুর রহমান মিলন, সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মজুমদার বিপুলসহ উপজেলা জাসদের সর্বস্তরের নেতাকর্মী।
সমাবেশের পূর্বে উপজেলা শহরের আদালত মাঠে জড়ো হয়ে মিছিল শুরু করে জাসদের নেতাকর্মীরা। মিছিলটি ছাগলনাইয়া পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে সমাবেশে মিলিত হয়।  

Tags :

Share News

Copy Link

Comments *