ফেনীতে অবরোধে সিএনজি অটোরিকশায় আগুন, ট্রাক কাভার্ডভ্যান ভাংচুর
- Updated Nov 07 2023
- / 466 Read
শহর প্রতিনিধি:
বিএনপি-জামায়াতের ডাকা ২ দফা অবরোধের ২য় দিনে ফেনীতে মাছ বোঝাই সিএনজি অটোরিকশায় আগুন ও টাকা ছিনতাই, ট্রাক, কাভার্ডভ্যান ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার ফেনী শহরের রামপুর সওদাগর বাড়ি সড়ক ও তাকিয়া রোডে এ ঘটনা ঘটে। এদিকে সকালে ইসলামপুর রোড়ে অবরোধের পক্ষে একটি মিছিল বের করে যুবদল। এ সময় পুলিশের সাথে ধস্তাধস্তি হয়ে ৭জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, সকাল দশটার দিকে রামপুর সওদাগর বাড়ি সড়কে মাছ বোঝাই একটি সিএনজি নিয়ে আড়ত থেকে বাড়ি ফেরার পথে অবরোধকারীরা গতিরোধ করে পেট্রোল ঢেলে আগুন দেয় এবং মাছ বিক্রেতার কাছ থেকে নগদ ৬০ হাজার টাকার ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা। এরপরই ফেনীর ব্যস্ততম বানিজ্যের সড়ক তাকিয়া রোডে দাঁড়িয়ে মাল বোঝাই করা কয়েকটি ট্রাক ও কাভার্ডভ্যান ভাঙচুর করে দুর্বৃত্তরা।
ভুক্তভোগী মাছ বিক্রেতা রুবেল ও গাড়ির মালিক এনামুল হক জানান, নোয়াখালীর কবির হাটের সোনাদিয়া থেকে থেকে মাছ এনে ফেনীর বড় বাজার আড়তে মাছ বিক্রি করে ফেরার পথে ইসলামপুর রোডে পিকেটাররা তাদের সিএনজিতে আগুন জ্বালিয়ে দেয়। এসময় তাদের কাছে থাকা মাছ বিক্রির ৬০ হাজার টাকা জোর করে নিয়ে যায়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ থেমে যাত্রীবাহী বাস চলতে দেখা গেছে। এছাড়াও ট্রাক, কাভার্ডভ্যান ও পিকআপ চলাচল করছে।
এদিকে অবরোধে আইনশৃংখলা ঠিক রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব ও আনসার সদস্যরা মাঠে তৎপর ছিলো।
ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খোন্দকার বলেন, অবরোধের সমর্থনে যুবদলের নেতাকর্মীরা বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে একটু সামনে অগ্রসর হলে পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করে মিছিলটি অগ্রসর হওয়ার চেষ্টা করলে জেলা যুবদলের সহ-সভাপতি গিয়াস উদ্দিনসহ ৫-৭ নেতাকর্মী আহত হয়েছেন।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত