ফেনীতে অবরোধের বিরুদ্ধে যুবলীগের হোন্ডা মহড়া
- Updated Nov 07 2023
- / 520 Read
শহর প্রতিনিধি;
বিএনপি-জামায়াতসহ সরকার বিরোধী সমমনা দলগুলোর ডাকা দ্বিতীয় অবরোধের শেষ দিনে ফেনীতে হোন্ডা মহড়া দিয়েছে যুবলীগের নেতাকর্মীরা। সোমবার বিকেলে শহরের প্রধান সড়কগুলোতে প্রায় শতাধিক হোন্ডা নিয়ে অবরোধ বিরোধী শোডাউন করেন তারা।
এসময় তাদের সোর চিৎকার ও সবকয়টি মোটরসাইকেলের হর্ণের বিকট শব্দে আশপাশের লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এঘটনায় প্রত্যক্ষদর্শীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা গেছে। এর মধ্যে কয়েকজনের নিকট জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, বিরোধীদল কর্মসূচী দিয়েছে। তাদেরকে জনদূর্ভোগের দোহাই দিয়ে পুলিশ রাস্তায় উঠতে দিচ্ছে না। অথচ, সরকারি দলের যুব সংগঠনের নেতা-কর্মীরা পুরো সড়ক দখল করে হোন্ডা মহড়া দিলেও পুলিশ তা দেখেও কিছু বলছেন না।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত