২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
ফেনীতে বিএনপির বিক্ষোভ, পিকেটিং
  • Updated Nov 06 2023
  • / 474 Read



নিজস্ব প্রতিনিধি: 
ফেনীতে বিএনপি-জামায়াতের আহ্বানে অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রোববার সকাল ৮টার দিকে ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ফেনী শহরের ট্রাংক রোডের দাউদপুর ব্রিজ থেকে শুরু হয়ে সেন্ট্রাল স্কুলের সামনে এসে রামপুরের দিকে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে দলীয় নেতাকর্মীরা শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকে। 


এছাড়া, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর অংশ ফাঁকা দেখা গেছে। তবে থেমে থেমে কিছু মালবাহী পরিবহন চলছে। মহিপাল এলাকায় বাস কাউন্টার খোলা থাকলেও যাত্রী না থাকায় কর্মচারীরা অলস সময় পার করছে। ফেনী থেকে ছেড়ে যায়নি স্টার লাইন বাসসহ অন্যকোন দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন। তবে ফেনী শহর ও উপজেলা শহরগুলোতে স্বল্প পরিসরে চলছে থ্রি-হুইলার।


ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদুল ইসলাম চৌধুরী বলেন, অবরোধের নামে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। সড়ক মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। আজ দ্বিতীয় দিন বিএনপি জামায়াতের অবরোধ চলছে। 

 

Tags :

Share News

Copy Link

Comments *