সোনাগাজীর সড়কে বিএনপির পিকেটিং
- Updated Nov 06 2023
- / 448 Read
গ্রেফতার-২
সোনাগাজী প্রতিনিধি:
চলমান হরতাল অবরোধকে কেন্দ্র করে সোনাগাজীতে আবারও সরব হয়ে উঠেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
গত ২৮ অক্টোবর পরবর্তী হরতাল অবরোধের একাধিক কর্মসূচি গেলেও সোনাগাজীতে মাঠে দেখা যায়নি বিএনপি নেতা কর্মীদের। রবিবার (৫ নভেম্বর) সকালে হঠাৎ সোনাগাজীর একাধিক স্থানে হরতাল অবরোধের সমর্থনে রাস্তায় নামে নেতাকর্মীরা। ফেনী-সোনাগাজী সড়কের সাতবাড়িয়া নামক স্থানে গাছের গুড়ি ফেলে চলে যায় নেতাকর্মীরা। যান চলাচলে বিঘ্ন ঘটলে পরে পুলিশের সহযোগিতায় দ্রুত গাছের গুড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। একই সময় কাশ্মীরবাজার সড়কে টায়ার জ্বালায় ও পৌর-শহরের পশ্চিম বাজারে মিছিল করে নেতাকর্মীরা।
বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাঠে নামার খবর পেয়ে তাৎক্ষনিক টইল দিতে থাকে পুলিশ। এছাড়া ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ ও মোটর সাইকেল মহড়া নিয়ে বের হন।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএনপি কর্মীরা পশ্চিম বাজারে হঠাৎ মিছিল নিয়ে বের হয়ে অল্প কিছুক্ষনের মধ্যেই চলে গেছে। এছাড়া সড়কে গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়েছে তারা। পৌর-শহরের জিরো পয়েন্ট বা গুরুত্বপূর্ণ স্থানের দিকে আসেনি। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত