স্টার লাইন পরিবহনের কাউন্টার ম্যানেজারদের প্রশিক্ষণ কর্মশালা
- Updated Nov 06 2023
- / 589 Read
শহর প্রতিনিধি;
ফেনীর স্বনামধন্য স্টার লাইন স্পেশাল পরিবহন’র ঢাকা-চট্টগ্রাম-নোয়াখালী-লক্সীপুর-ফেনী-মহিপাল-বসুরহাটসহ সকল কাউন্টার ম্যানেজারদের নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকালে স্টার লাইন গ্রুপের হেড অফিস মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন, গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন।
গ্রুপের পরিচালক মাঈন উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক স্টার লাইন পত্রিকার সহযোগী সম্পাদক ও গ্রুপের জনসংযোগ কর্মকর্তা জসিম মাহমুদ, হেড অফিস কাউন্টার ম্যানেজার বেলাল হোসেন, মহিপাল কাউন্টার ম্যানেজার নুরুল আমিন টিপু প্রমুখ।
সভাপতির বক্তব্যে স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন বলেন, স্টার লাইন বাসের প্রতিটি যাত্রীই আমাদের সম্মানিত মেহমান। পরিবহন ব্যবসা সেবাধর্মী ব্যবসা। প্রতিটি যাত্রীই আমাদের জন্য আশির্বাদস্বরূপ। যাত্রীরা স্টার লাইনকে ভালোবেসে টাকা দিয়ে টিকেট কেটে যাতায়াত করেন। তারা তিন ঘন্টার জন্য প্রতিটি সীট ভাড়া নেন। গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত যাত্রী সাধারন আমাদের মেহমানের মতো। তাদের দেখভালসহ বাসে অবস্থানকালীন বিপদ-আপদে বাস স্টাফদের এগিয়ে আসতে হবে। প্রতিটি যাত্রীকে স্যার সম্বোধন করে বিনয়ের সাথে কথা বলতে হবে। কোনো অবস্থাতে যাত্রী সাধারনের সাথে কটু বাক্য বা অশালীন আচরণ করা যাবে না। যদি এ ধরনের অভিযোগ কারো বিরুদ্ধে আসে, তাহলে কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করতে বাধ্য হবে।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত