ছাগলনাইয়ায় সমবায় দিবস উদযাপন
- Updated Nov 05 2023
- / 533 Read
ছাগলনাইয়া প্রতিনিধি:
‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ছাগলনাইয়াতে ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। ছাগলনাইয়া উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে শনিবার দিবসটি উদযাপন করা হয়।
সমবায় দিবস উপলক্ষে সকালে উপজেলা কনফারেন্স মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমল। সভায় তিনি বলেন, ‘সমবায়ে প্রযুক্তির সঠিক প্রয়োগ করতে হবে। সমবায় মানেই জনগণের অর্থনৈতিক মুক্তি।’
ছাগলনাইয়া উপজেলা সমবায় বিভাগের প্রধান মোহাম্মদ ইউছুপ ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ইকবাল হোসেন, বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা জাসদের সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা আবদুল হাই, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ নেজামুল হক ভূঁঞা, সাংবাদিক নজরুল ইসলাম চৌধুরী, সমবায়ী আবদুল হাই ভূঁঞা, মির্জা মির কাসেম, মোঃ এনায়েত উল্যাহ সোহেল প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা সহকারী সমবায় অফিসার মাঈনুল ইসলাম ভূঁঞা, মোহাম্মদ মনছুর হোসেন, উপজেলার বিভিন্ন ইউনিট থেকে সমবায় কমিটির সভাপতি, সম্পাদকসহ সদস্যবৃন্দ।
এর আগে সকালে উপজেলা সমবায় বিভাগের অফিসে সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত