০২ এপ্রিল, ২০২৫ || ১৯ চৈত্র, ১৪৩১
পাঁচগাছিয়ায় নৌকার সমর্থনে উঠান বৈঠক
  • Updated Nov 05 2023
  • / 521 Read


‘উন্নয়নের জন্য নৌকায় ভোট দিতে হবে’
-জাহান আরা বেগম সুরমা

নিজস্ব প্রতিনিধি: 
আগামী নির্বাচনে নৌকা প্রতিককে বিজয়ী করার লক্ষ্যে ফেনী সদর উপজেলার সকল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে উঠান বৈঠক চলছে। শনিবার বিকালে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পৃথক উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে মহিলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ বক্তব্য রাখেন।


পাঁচগাছিয়া ইউনিয়নের জগইরগাঁও গ্রামের ১নং ওয়ার্ডে কুয়েত প্রবাসী নুর মোহাম্মদের বাড়িতে উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহান আরা বেগম সুরমা। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের সম্মান ও ক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছেন। আজ দেশের সকল ক্ষেত্রেই নারীরা প্রশংসনীয় স্থানে নিজেদের অধিষ্ঠিত করতে পেরেছে। নারীদের এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূনরায় ক্ষমতায় নিয়ে আসতে হবে। সবাইকে নৌকায় ভোট দিতে হবে। 
তিনি আরো বলেন-আগে কেউ অসুস্থ হলে ফেনী শহরে যেতে হতো, বর্তমানে কমিউনিটি ক্লিনিকে মাধ্যমে গ্রামের সাধারণ মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে। গর্ভবতী নারীরা গর্ভকালীন ও প্রসবকালীন চিকিৎসা সেবা গ্রামেই পাচ্ছেন। মায়ের ও শিশু মৃত্যুর হার কমেছে। এই প্রদক্ষেপ কে নিয়েছেন? জননেত্রী শেখহাসিনা নিয়েছেন। এভাবে নারীদেরকে উন্নয়নের ধারায় এগিয়ে নিয়েছেন, এজন্য বাড়ী বাড়ী গিয়ে সবাইকে কাজ করতে হবে। সকল উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবার রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। 
ফেনী-২ আসনে নিজাম উদ্দিন হাজারী এমপি থাকায় ফেনীর জনপদে আপারা বা আপনাদের মেয়েরা ইভটিজিং এর শিকার হন না, নারীরা নিরাপদে পড়ালেখা ও কর্মজীবন অতিবাহিত করছেন। নিজাম হাজারীর প্রচেষ্টায় ফেনীতে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিশেষ করে রাস্তাঘাট পাকাকরণ, স্কুল কলেজ উন্নয়নের বিষয়টি আজ সবার সামনে দৃশ্যমান। নিজাম উদ্দিন হাজারী আপনাদের সবার জন্য সালাম পাঠিয়েছেন; উপহার পাঠিয়েছেন। আপনারা নিজাম হাজারীর জন্য দোয়া করবেন। আগামী নির্বাচনে তাকে নৌকা প্রতিকে ভোট দেবেন। তিনি আগামীতে এমপি নির্বাচিত হলে আপনাদের কোন চাওয়া অপূর্ণ থাকবেনা। তাই উন্নয়নের জন্য নৌকায় ভোট দিতে হবে। 


পাঁছগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক লিটনের তত্বাবধানে ১ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি বিবি কুলসুমের সভাপতিত্বে ও ফেনী সরকারী কলেজ ছাত্রলীগের সদস্য মারিয়া আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সোনাগাজী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোদেজা খানম শাহিন, জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি ফাহমিদা আক্তার মিষ্টি, জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নূর নাহিদা তানজিন ঐশী, পাঁচগাছিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাহেনা আক্তার, ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ইয়াসিন আক্তার প্রমুখ। 
উল্লেখ্য, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর নির্দেশনায় ফেনী সদর উপজেলার ১০৮টি ওয়ার্ডে মহিলা সমাবেশ ও মহিলাদের মাঝে সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর উপহার পৌঁছে দিতে এবং বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মহিলাদের মাঝে তুলে ধরতে এ মহিলা সমাবেশের আয়োজন করা হয়। পরে সমাবেশে আগত সকল নারীকে নিজাম উদ্দিন হাজারী এমপির পক্ষ থেকে উপহার দেয়া হয়। 

Tags :

Share News

Copy Link

Comments *