০৩ ডিসেম্বর, ২০২৪ || ১৯ অগ্রহায়ণ, ১৪৩১
সমৃদ্ধ দেশ গড়তে দক্ষতার বিকল্প নেই -জেলা প্রশাসক
  • Updated Nov 02 2023
  • / 489 Read


স্টাফ রিপোর্টার;
‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় ফেনীতে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে নানা কর্মসূচি পালিত হয়েছে।  
এ উপলক্ষে গতকাল বুধবার শহরের ট্রাংক রোড সংলগ্নে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে জেলা প্রশাসনের কার্যালয়ে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, চারা গাছ, সনদপত্র,  উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ ও যুব সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়। 


এসব অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, আগামী ৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে যুবকেরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪১ সালের মধ্যে এ দেশকে উন্নত রাষ্ট্রে শামিল করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে যুবকদের কর্ম দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ ও ঋণের সুবিধা রয়েছে। 
বিশেষ করে যুব সংগঠনে প্রতিটি ট্রেডের মাধ্যমে যুবকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ যুবক তৈরি করতে হবে। তাহলে প্রতিটি ট্রেডে অন্তত ১০ জনের মত দক্ষ যুবক পাওয়া যেতে পারে। একজন দক্ষ ব্যক্তি যেখানে থাকুক তার দক্ষতার মাধ্যমে সে নিজেকে পরিবর্তন করতে পারবে। সেক্ষেত্রে দেশ উন্নত হবে। তাই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সমৃদ্ধ দেশ গড়তে হলে  দক্ষতার কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, বর্তমানে মাদক ইভটিজিং বাল্যবিবাহ ও কিশোর গ্যাং এসব অপরাধ বেড়ে যাচ্ছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধ করতে হবে। এর জন্য যুব সংগঠনকে সংঘবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাহলে এই ধরনের অপরাধ দ্রুত প্রতিরোধ করা সম্ভব হবে। এ বিষয়ে যে কোন সহযোগিতা দরকার হলে তা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হবে। 


যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুদ্দিন মো: হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অভিষেক দাস,  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আনোয়ার হোসাইন পাটোয়ারী, শিল্প উদ্যোক্তা ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন।
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফ উদ্দিন আহমেদ ও প্রশিক্ষক স্বপন চন্দ্র দেবনাথ’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আলোকিত ইয়ুথ সোসাইটির সভাপতি আবদুল্লা আল মামুন, গ্লোবাল ইয়ুথ সোসাইটি এনামুল হক, সহযাত্রী ইয়ুথ সোসাইটি সভাপতি মঞ্জিলা আক্তার মিমি, ওপেক'র সভাপতি আনোয়ার হোসেন, আত্মকর্মী বিলকিস আর প্রমূখ। 
এছাড়াও অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Tags :

Share News

Copy Link

Comments *