সোনাগাজীতে জাতীয় যুব দিবস পালিত
- Updated Nov 02 2023
- / 502 Read
সোনাগাজী প্রতিনিধি:
সোনাগাজীতে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় যুব দিবস। বুধবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা'র মধ্য দিয়ে দিবসটির কার্য্যক্রম শুরু করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, সফল যুব উদ্যোক্তাদের সম্মাননা প্রদান, নতুন প্রশিক্ষন প্রাপ্তদের সনদ প্রদান, যুব উদ্যোক্তাদের মুখে সফলতার গল্প উপস্থাপন ইত্যাদি কার্য্যক্রম পালন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অফিসার অজয় চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু, ভাইস চেয়ারম্যান (মহিলা) জোবেদা নাহার মিলি, কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদ সোহাগ, মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন, সমাজসেবা অফিসার তারেক আহম্মদ।
অনুষ্ঠান শেষে সফল যুব উদ্যোক্তা হিসাবে আবুল খায়ের এগ্রোর প্রোপাইটর আবু সাইদ রুবেলসহ কয়েকজন যুব উদ্যোক্তা কে সম্মাননা প্রদান এবং যুব ঋণের চেক ও নতুন প্রশিক্ষন প্রাপ্তদের কে সনদপত্র প্রদান করা হয়।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত