স্টার লাইন স্প্রাউট ইন্টা: স্কুলে প্রাথমিকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
- Updated Jun 22 2023
- / 179 Read
শহর প্রতিনিধি: ফেনীতে একমাত্র সরকার অনুমোদিত ইংলিশ মিডিয়াম স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তি পাওয়া ৪ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার সকালে স্কুল মিলনায়তনে স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন কৃতি শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন স্টার লাইন গ্রুপের পরিচালক জামাল উদ্দিন, ফেনী ন্যাশনাল কলেজ ও স্কুলের অধ্যক্ষ আবদুল হালিম, স্কুলের সিনিয়র শিক্ষিকা ও কোর্ডিনেটর জান্নাতুল ফেরদৌস পপি সহ শিক্ষকবৃন্দ। জানা যায়, সম্প্রতি ঘোষিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ফেনীর স্বনামধন্য স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের ৩ শিক্ষার্থী ট্যালেন্টপুলে ও ১জন সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি লাভ করে। বৃত্তিপ্রাপ্তরা হচ্ছেন, আফসিন নাহার, তাসনিম তাজরিয়ান, শামস আনোয়ার জায়ান ও তাহজিবুল আলম। বৃত্তি প্রাপ্তদের মাঝে আফসিন নাহার স্টার লাইন গ্রুপের পরিচালক জামাল উদ্দিনের মেয়ে।
Share News
COMMENTS
1 year ago
COMMENTS
1 year ago
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত