২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
প্রথম দিনে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস ফেনীতে ঢিলেঢালা অবরোধ চলছে
  • Updated Nov 01 2023
  • / 436 Read


নিজস্ব প্রতিনিধি: 
সারা দেশের ন্যায় ফেনীতেও বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা ৭২ ঘণ্টার টানা অবরোধ কর্মসূচি চলছে। অবরোধের প্রথম দিনে ফেনীর বিভিন্ন রুটে স্বল্প পরিসরে থ্রি-হুইলার পরিবহন চলাচল করলেও ফেনী থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস। জেলা শহরে হরতালের সমর্থনে বিএনপি ও জামায়াতের লোকজন পৃথক বিক্ষোভ মিছিল করেছে। সন্ধ্যার দিকে ট্রাংক রোডে হরতালের প্রতিবাদে বিক্ষোভ করেছে আওয়ামীলীগ। তবে জেলা জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতায় কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি। 


দিনভর জেলা শহর ঘুরে দেখা যায়, ফেনী শহর থেকে অন্যান্য উপজেলা শহরে যাতায়াতের জন্য স্বল্প পরিসরে সিএনজি চালিত অটোরিক্সা চলাচল করেছে। তবে এজন্য অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে যাত্রীদের। এছাড়াও জেলা শহরে রিক্সা চলাচল ছিলো অনেকটা স্বাভাবিকের মতো। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কিছু ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল করলেও যাত্রীবাহি পরিবহনের দেখা মেলেনি। শহরে বিভিন্ন ব্রান্ডের দোকান বন্ধ থাকলেও ছোট খাটো দোকানপাট খোলা ছিলো। ঢাকা-চট্টগ্রাম রেলপথে রেলগাড়ি চলাচল স্বাভাবিক ছিলো। 


ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেছেন, অবরোধের নামে সাধারণ মানুষের কোন সমস্যা হলে কাউকে ছাড় দেয়া হবেনা। নাশকতাসহ যে কোন নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে তা রুখে দেয়া হবে। সেই আলোকে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক থেকে জেলাজুড়ে কাজ করে যাচ্ছে।   

Tags :

Share News

Copy Link

Comments *