২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
এনসিটিএফের আয়োজনে গার্লস টেকওভার অনুষ্ঠিত
  • Updated Nov 01 2023
  • / 449 Read


ফেনীতে ১ ঘণ্টার উপজেলা 
চেয়ারম্যান হলেন ফাতিহা
নিজস্ব প্রতিনিধি: 
ফেনীতে গার্লস টেকওভার অনুষ্ঠানের মাধ্যমে এক ঘণ্টার প্রতীকী উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করলেন ফেনী জেলা ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্সের (এনসিটিএফ) যুগ্ম সাধারণ সম্পাদক ফাতিহা জান্নাত। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ফাতিহা জান্নাতের কাছে প্রতীকী দায়িত্ব হস্তান্তর করেন চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।


এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একসময় মানুষের ধারণা ছিল, নারীরা শুধু বাড়ির আঙ্গিনায় থাকবে, রান্না-বান্না করবে, স্বামীর খেদমত বা ছেলে-মেয়েদের বড় করে তুলবে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ভুল ভেঙে দিয়েছেন। আজকে আমরা ২০৪১ সালের মধ্যে সম্ভাবনাময় একটি উন্নত বাংলাদেশের কথা ভাবছি। সেটি কি নারীদের বাদ দিয়ে ভাবা যায়। আজকের এ শিশুরাই আগামীর উন্নত বাংলাদেশের নেতৃত্বে দিবে। এসময় তিনি আগামীতে এনসিটিএফ এর সব কার্যক্রমে সহযোগিতা করার আশ্বাস দেন।
প্রতীকী চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে এনসিটিএফ যুগ্ম সাধারণ সম্পাদক ফাতিহা জান্নাত বলেন, প্রতীকী হলেও এটি জীবনের অনেক বড় পাওয়া। দেশে কন্যা শিশুরা এখন পিছিয়ে নেই। এ প্রতীকী দায়িত্ব আমাকে জীবনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেবে। বিশেষ করে দেশের জন্য কাজ করতে উৎসাহিত করবে।


তিনি আরও বলেন, প্রতীকী দায়িত্ব ছাড়া ভবিষ্যতে যদি বাস্তবিক উপজেলা চেয়ারম্যান হতে পারি শিশুদের অধিকার রক্ষায়, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা, শিশুদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ ও উপকূলের শিশুদের সুযোগ সুবিধা নিশ্চিতসহ মানুষের কল্যাণের জন্য কাজ করবো। এসময় তিনি শিশু অধিকার রক্ষায় বিভিন্ন পরামর্শ উপস্থাপন করেন।
ইয়েস বাংলাদেশের ফেনীর জেলা স্বেচ্ছাসেবক মোস্তাফিজুর রহমান মুরাদ বলেন, প্রতিবছর এনসিটিএফের আয়োজনে গার্লস টেকওভার অনুষ্ঠিত হয়। সমাজের নেতৃত্ব স্থানীয় যে জায়গাগুলোতে নারীদের কম দেখা যায় সে জায়গার দায়িত্ব নিয়ে নিজেদের অবস্থান ও নেতৃত্বের সাফল্য যেন তুলে ধরতে পারে সে আত্মবিশ্বাস তৈরির সুযোগ করে দেওয়াই গার্লস টেকওভারের মূল উদ্দেশ্য।
এনসিটিএফ ফেনীর সভাপতি ফারজানা আহমেদ অহনার সভাপতিত্বে উপস্থিত ছিলেন এনসিটিএফ ফেনীর উপদেষ্টা ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভুঞা, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা ও দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম। এছাড়া ইয়েস বাংলাদেশ ফেনীর সদস্য, এনসিটিএফ ফেনীর কার্যকরী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tags :

Share News

Copy Link

Comments *