ছাগলনাইয়ায় জাসদ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- Updated Nov 01 2023
- / 460 Read
ছাগলনাইয়া প্রতিনিধি:
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ’র ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাগলনাইয়ায় নানান আয়োজনের দিবসটি পালন করে নেতাকর্মীরা। দিবসটি উপলক্ষে মঙ্গলবার বিকেলে স্থানীয় ডাকবাংলোতে এক আলোচনা সভা, কেক কাটা ও র্যালির আয়োজন করা হয়।
ছাগলনাইয়া উপজেলা জাসদ’র সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ রিপন’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই। এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ছাগলনাইয়া উপজেলা জাসদ’র সাধারণ সম্পাদক রেজাউল করিম সরকার সোহাগ। বিশেষ অতিথি ছিলেন, ছাগলনাইয়া উপজেলা জাসদ’র সিনিয়র সহ সভাপতি ও রাধানগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সিরাজ উদ্দৌলা পাটোয়ারী, উপজেলা জাসদ’র সহ-সভাপতি মাহমুদা আক্তার, পৌর জাসদ’র সভাপতি কাজী মিজানুর রহমান মিলন। এ সময় আরো উপস্থিত ছিলেন, পাঠাননগর ইউনিয়ন জাসদ’র সভাপতি মোহাম্মদ আলী, মহামায়া ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক কাজী মোতাহের হোসেন সাইফুল, জাসদ নেতা আজিম উদ্দিন, শুভপুর ইউনিয়নের সাবেক মেম্বার ছালেহা বেগম, রাধনগর ইউনিয়নের মহিলা মেম্বার আসমাউল হোসনা প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। শেষে এক বর্ণঢ্য র্যালি বের করে পৌর শহরের জিরো পয়েন্টে এসে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান সমাপ্ত করা হয়। বক্তরা সবাই বক্তব্যে আগামী জাতীয় সাংসদ নির্বাচনে আবারো নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়যুক্ত করতে সকলের প্রতি আহবান জানান এবং ভোট শেষ না হওয়া পর্যন্ত সবাইকে সাংগঠনিক কাজ করতে বলেছেন।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত