০২ এপ্রিল, ২০২৫ || ১৯ চৈত্র, ১৪৩১
ফুলগাজীতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু
  • Updated Nov 01 2023
  • / 669 Read

 

ফুলগাজী প্রতিনিধি ;
ফুলগাজীতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম আয়মান রহমান (৬)। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার সদর বাজার বিজয়পুর এলাকায় এঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের মাহম্মুদুল হক আরাফাত রহমানের ছেলে। 


নিহত শিশুর পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়,  মঙ্গলবার বিকেল ৩ টার দিকে শিশু আয়মান বাসার পাশে একা একা পুকুরের পাশে  ফুটবল খেলছিল। একপর্যায়ে বলটি পুকুরে পড়ে গেল সেটি তুলতে গিয়ে অসবধানবসত শিশুটি পুকুরে পড়ে যায়। শিশুটিকে না দেখে পরিবারের লোকজন খোজাখুজি করলে একপর্যায়ে পুকুরে তার লাশ ভাসতে দেখে। স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন

। 
ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. সেলিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

Tags :

Share News

Copy Link

Comments *