সোনাগাজীর নিরাপত্তায় মাঠে আনসার
- Updated Nov 01 2023
- / 446 Read
সোনাগাজী প্রতিনিধি:
রাজনৈতিক হরতাল অবরোধের এই সময়ে গণমানুষের জান মাল ও নিরাপত্তা রক্ষায় সোনাগাজীতে পুলিশের পাশাপাশি মাঠে নেমেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
গত ২৯অক্টোবর হরতালের দিন থেকে সোনাগাজী পৌর-শহর ও উপজেলার গুরুত্বপূর্ণ হাট বাজার এবং সড়ক গুলোতে নিয়মিত দায়িত্ব পালন করছেন তারা।
আনসার সদস্যদের এভাবে দায়িত্ব পালনে স্বাচ্ছন্দ্যবোধ করছেন সাধারণ মানুষ। পুলিশের জনবল সংকটের কারনে যেসব স্থানে ফোর্স মোতায়েন করা যাচ্ছেনা সেসকল স্থানেও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। যার কারনে হরতাল অবরোধের এই সময়ে নিরাপদ বোধ করছে সাধারণ মানুষ।
সোনাগাজী উপজেলা আনসার ভিডিপি অফিসার রাবেয়া সুলতানা নাজমা জানান, বাহিনীর সুযোগ্য মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, এনডিসি, পিএইচডি’র নির্দেশনায় এবং জেলা কম্যান্ডেন্ট মোঃ জানে আলম সুফিয়ান পিএএম’র নেতৃত্বে উপজেলার সকল ইউনিয়নের হাট বাজার এবং গুরুত্বপূর্ণ সড়কে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত