২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
ছাগলনাইয়ায় নবাগত ইউএনও'র মতবিনিময়
  • Updated Oct 31 2023
  • / 493 Read

 

ছাগলনাইয়া প্রতিনিধি:
ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সাইফুল ইসলাম কমলের এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে উপজেলা কনফারেন্স হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলার নবাগত নির্বাহী অফিসার সাইফুল ইসলাম কমলের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন, ছাগলনাইয়া পল্লী বিদ্যুত জোনাল অফিসার ডিপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জানে আলম, উপজেলা বন কর্মকর্তা শাহ আলম প্রধানিয়া, ছাগলনাইয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, কলেজ রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বদরুদ্দোজা ভূঁইয়া তারেক, ছাগলনাইয়া উপজেলা জুয়েলারি সমিতির সভাপতি এমএ মুসা পাটোয়ারী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রঞ্জু, ডাকবাংলো ব্যবসায়ী সমিতির সভাপতি কাউন্সিলর আবদুল মোমিন চৌধুরী, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সুবেদারী রাস্তার মাথা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন, কলেজ রোড ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি সিরাজুদ্দৌলার ভূঁইয়া মারুপ, উপজেলা সিএনজি শো-রুম মালিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ছাগলনাইয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ নুর হোসেন মজুমদার, নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুর রহমান মিজান, ব্যবসায়ী নুরুল আমিন, ইসলাম প্লাজা মার্কেটের সভাপতি নুরুল আলম মজুমদার, সাধারণ সম্পাদক আবুল বসর, ব্যাংক এশিয়ার এজেন্ট মোহাম্মদ এনায়েত উল্যাহ সোহেল,  রিমুল মজুমদার প্রমূখ।
উপজেলার নবাগত নির্বাহী অফিসার সাইফুল ইসলাম কমল বলেন, দুষ্কৃতকারীদের নাশকতারোধে সকলকে সজাগ থাকতে হবে। কেউ বাজারে খোলা পেট্রল, অকটেন বিক্রি করতে পারবেনা। বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
করাতকলগুলো নিজস্ব ব্যবস্থাপনায় গাছের টুকরা ও গাছের শেলিগুলো নিজেদের হেফাজতে রাখতে হবে। সেখান থেকে কেউ লাঠি বা গাছ নিয়ে নাশকতা সৃষ্টি করলে করাতকলের মালিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। রাস্তা বা রাস্তার আশপাশে কোন ইট, কংক্রিট, টায়ার রাখা যাবে না। মানুষের জান মাল রক্ষার্থে প্রশাসন সব ধরনের ব্যবস্থা নেবে। 


তিনি আরও আমরা এখন উন্নয়নের পথে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি। ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত দেশ হবো। এই উপজেলা থেকে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, মানবপাচার, সাইবার ক্রাইমসহ বিভিন্ন অপরাধ হ্রাস করতে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, অভিভাবকসহ সকলকে একসাথে কাজ করতে হবে। 
তিনি আরও বলেন, এ উপজেলার একটি ঐতিহ্য রয়েছে। এখানে যারা উপস্থিত রয়েছেন উন্নয়ন কর্মকাণ্ডে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সরকারি নিয়ম-নীতির মধ্যে এ উপজেলার জন্য ভালো কিছু করতে চাই। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি ছাগলনাইয়া উপজেলের উন্নয়নে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Tags :

Share News

Copy Link

Comments *