০২ এপ্রিল, ২০২৫ || ১৯ চৈত্র, ১৪৩১
অবরোধের খবরে ফেনীবাজারে ক্রেতার ভিড়
  • Updated Oct 31 2023
  • / 539 Read

 

স্টাফ রিপোর্টার: 
বিএনপি-জামায়াতের অবরোধের খবর ছড়িয়ে পড়লে ফেনী শহরে ক্রেতাদের ভীড় দেখা দেয়। সোমবার দিনভর ফেনী শহরের ভেতরের বাজারে ক্রেতাদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। অতিরিক্ত ক্রেতার চাপে এসময় কিছু কিছু দোকানী অতিরিক্ত কর্মচারী নিতে হয়েছে। বিশেষ করে মুদি-মনোহরী দোকানে এ ভীড় ছিলো লক্ষ্যনীয়। 


জানা যায়, প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবীতে আজ থেকে টানা ৩দিন সর্বাত্মক অবরোধ কর্মসূচী ঘোষণা করে বিএনপি ও জামায়াতে ইসলামী। বিষয়টি ছড়িয়ে পড়ার পর গতকাল ফেনী বাজারের বিভিন্ন দোকানে অতিরিক্ত ক্রেতা সাধারণ দেখা গেছে।   
সদর উপজেলার ছনুয়া ইউনিয়ন থেকে বাজার করতে আসা মাফিয়া খাতুন বলেন, দেশে প্রায় সব জিনিসপত্রের দাম লাগামহীন। এরমধ্যে অবরোধ শুরু হচ্ছে। অবরোধের কথা বলে ব্যবসায়ীরা আরেক দফা পন্যের দাম বৃদ্ধি করবেন। আবার অবরোধের কারণে অনেক পণ্য সরবরাহ কমে যাবে। তাই দাম বাড়ানোর আগেই বাজারটি সেরে নিলাম। 
ভেতরের বাজারের দোকানী মাহফুজ মিয়া বলেন, অবরোধের কারণে দোকানে ক্রেতা বেড়েছে। ক্রেতার চাপ বাড়ায় দুপুরের দিকে ২জন নতুন শ্রমিক (বেকার) যোগ করিয়ে ঠেকা উদ্ধার হয়েছি। ৩ দিনের অবরোধে দোকানপাঠ খুলতে পারবো কিনা তা জানিনা।


ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী বলেন, অবরোধে পণ্যের দাম বাড়বে বিষয়টি সঠিক নয়। খাদ্যপণ্য ও জরুরী পরিবহন অবরোধের আওতামুক্ত থাকে। আমাদের দেশের মানুষ কিছুটা হুজুগে। তাই অবরোধের কথা শুনে নিত্য পণ্য ক্রয় করে মজুদ শুরু করে। হঠাৎ বিক্রি বাড়ায় বাজারে এক ধরনের পণ্য সংকট সৃষ্টি হয়। এ সংকটকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করে।   

Tags :

Share News

Copy Link

Comments *