রামপুরে কিশোরগ্যাংয়ের হামলা ২ কর্মচারীকে পিটিয়ে দোকান লুট
- Updated Oct 31 2023
- / 452 Read
থামানো যাচ্ছেনা কিশোরগ্যাংয়ের অপরাধ প্রবণতা
শহর প্রতিনিধি:
ফেনী শহরের রামপুরে কিশোরগ্যাংয়ের অপতৎপরতা থামানো যাচ্ছেনা। রবিবার সন্ধ্যায় রামপুর সড়কের জিয়া ফোম এন্ড ফার্ণিচার দোকানে কর্মচারীদের পিটিয়ে নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় কিশোরগ্যাংয়ের সদস্যরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। এ বিষয়ে ভুক্তভোগী আকরাম হোসেন বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগীরা জানায়, দীর্ঘদিন যাবত রামপুর সড়কের জিয়া ফোম এন্ড ফার্ণিচার দোকানে কিশোরগ্যাংয়ের সদস্যরা চাঁদাদাবী করে আসছে। দাবীকৃত চাঁদা না পেয়ে রবিবার সন্ধ্যায় রিয়াজ উদ্দিন, সোহেল ও মারুফের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা জিয়া ফোম ও ফার্ণিচার দোকানের সামনে ককটেল ফাটিয়ে দোকানে হামলা চালায়। এসময় দোকানের ম্যানেজার আকরাম হোসেন ও কর্মচারী বাছির মিয়া তাদেরকে বাধা দেয়ার চেষ্টা করলে তাদেরকে লোহার রড়সহ দেশীয় অস্ত্রদিয়ে পিটিয়ে আহত করে। পরে কিশোরগ্যাংয়ের সদস্যরা দোকানের ক্যাশে থাকা ৮৩ হাজার ৫শ টাকা এবং ১টি মোবাইল সেট নিয়ে চলে যায়। তাৎক্ষণিক আশপাশের লোকজন এগিয়ে এসে আহত দুই কর্মচারীকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সন্ধ্যায় জিয়া ফোমে হাঠাৎ করে একদল কিশোর প্রবেশ করে লাঠি সোটা নিয়ে দোকান কর্মচারীদের মারধর শুরু করে। কি কারণে তাদের মারধর করা হয়েছে সেই বিষয়ে প্রত্যক্ষদর্শীরা কিছু বলতে পারেননি। তবে কিশোরগ্যাংয়ের হামলার সময় শোরচিৎকারে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জিয়া ফোম এন্ড ফার্ণিচারের সত্বাধিকারী জিয়াউল হায়দার বলেন, দোকানে লুটপাট ও কর্মচারীদের পিটিয়ে আহত করার বিষয়ে আহত দোকান কর্মচারী আকরাম হোসেন বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে। ওই অভিযোগে কিশোরগ্যাং সদস্য রিয়াজ উদ্দিন, সোহেল, মারুফ ও রমজানসহ ২৫/৩০ জনকে আসামী করা হয়েছে। তিনি বলেন, ঘটনার পর থেকে আমরা নিরাপত্তাহীনতায় আছি। হামলাকারীরা পূন:রায় দোকানে হামলা ও লুটপাট চালাতে পারে। আমরা ঘটনায় সম্পৃক্তদের বিচার চাই। নিরাপদে ব্যবসা করতে চাই।
এবিষয়ে ফেনী শহর পুলিশ ফাঁড়ির এসআই হায়াত উল্লাহ বলেন, ঘটনার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছি। ভুক্তভোগী এবিষয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টিকে গুরুত্বের সাথে তদন্ত করছি। অপরাধীদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে।
ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী জানান, ফেনীতে নিজাম উদ্দিন হাজারীর নির্দেশনায় ব্যবসায়ীরা সুন্দর পরিবেশে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে। রামপুরে জিয়া ফোমে কিশোর বয়সীদের হামলা, টাকা ও মোবাইল ছিনতাইয়ের বিষয়টি দু:খজনক। আমরা ঘটনাটি তদন্তপূর্বক প্রকৃত দোষীদের বিচার দাবী করছি।
এরআগে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে প্রকাশ্যে দোকান মালিক ও তার ভাগ্নেকে কুপিয়ে রক্তাক্ত করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এঘটনায় থানায় মামলা ও বেশ কয়েকজন কারাগারে রয়েছেন। কিন্তু এরপরও কিছুতেই থামানো যাচ্ছেনা কিশোরদের অপরাধ প্রবণতা। বিষয়টি নিয়ে পুলিশ কোয়ার্টার ও রামপুর এলাকার অভিভাবক ও বাসিন্দারা আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিশোর অপরাধ নিয়ন্ত্রণে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত