সোনাগাজীতে পাউবো'র সম্পত্তি দখলের হিড়িক!
- Updated Oct 29 2023
- / 504 Read
নেপথ্যে অসাধু কর্মকর্তাদের যোগসাজস
পাউবোর কর্মকর্তাদের ম্যানেজ করে জায়গা দখলের পর প্রকাশ্যে অবকাঠামো ও দোকানঘর তৈরী করা হলেও কোন ব্যবস্থা নেয়া হচ্ছেনা।
এসএন আবছার:
সোনাগাজীতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর জায়গা দখলের হিড়িক পড়েছে। গত কয়েকদিন যাবত পাউবোর কর্মকর্তাদের গ্রীণ সিগনালে স্থানীয় প্রভাবশালীরা উপজেলার মুহুরী প্রজেক্ট এলাকা, বাদামতলী বাজার, সোনাপুর বাজার ও নবিউল্যাহর বাজারসহ আশপাশের এলাকায় ইটের ঘর ও দোকানপাঠ তৈরী করে যাচ্ছেন। দখলের বিষয়ে পাউবোর কর্মকর্তাদের স্থানীয়রা বারবার তথ্য দিলেও সরকারী সম্পত্তি রক্ষায় মাঠ পর্যায়ে পাউবোর কোন তৎপরাতা দেখা যাচ্ছেনা। তবে বিষয়টি জানার সাথে সাথে ফেনী জেলা প্রশাসক এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ^াস দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে বাদামতলী বাজারে গিয়ে দেখা যায়, পানি উন্নয়ন বোর্ডের জায়গায় প্রকাশ্যে ঘর নির্মাণ করে যাচ্ছে প্রভাবশালী মহল। ঘর নির্মাণের কাজে জড়িত শ্রমিকদের কাজ নির্বিঘ্ন পাহারা দিতে পাশেই অবস্থান নিয়েছেন সংঘবদ্ধ একটি দল। ফলে ভয়ে আশপাশের কেউ ঘর নির্মাণ নিয়ে প্রশ্ন তোলা সাহস পাচ্ছেনা। দখলে অভিযুক্ত কামাল উদ্দিন ও জাহাঙ্গীর আলম দাবি করেন, তারা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের থেকে মৌখিক অনুমতি নিয়ে ঘর নির্মাণ করছেন। তবে যে জায়গায় ঘর নির্মাণ হচ্ছে, সেই জায়গার ইজারার কাগজও দেখাতে পারেননি দখলদাররা।
শুধু কামাল ও জাহাঙ্গীররাই নয়; বাদামতলী বাজারেই পানি উন্নয়ন বোর্ডের জায়গায় আরো কয়েকটি দোকানঘর নির্মাণ করেছেন স্থানীয় প্রভাবশালীরা।
উপজেলার মুহুরী প্রজেক্ট এলাকা ও সোনাপুর বাজার এবং নবিউল্লাহর বাজারে গিয়েও দেখা যায় একই চিত্র। পানি উন্নয়ন বোর্ডের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে এসব এলাকায় কেউ ঘর নির্মাণ করছেন, কেউ নির্মাণ শেষে ঘর ভাড়া দিয়ে রেখেছেন। আবার কেউ নতুন নতুন জায়গায় ঘর নির্মাণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয়রা জানান, ২০২১ সালে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর তড়িঘড়ি করে পাউবোর জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়। ওই অভিযানে শতাধিক একর জায়গা দখল মুক্ত করে পাউবো। কিন্তুু দুই বছরের মাথায় এখন ফের ওই জায়গাগুলোতে স্থাপনা নির্মাণ কাজ শুরু করেছে স্থানীয় প্রভাবশালীরা। কর্মকর্তাদের ম্যানেজ করে ইতোমধ্যে প্রায় ৩০ থেকে ৩৫ একর জায়গায় ফের স্থাপনা নির্মাণ করে দখলে নিয়েছে স্থানীয়রা।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ফেনীর সহকারী পরিচালক (ভূমি) জহিরুল ইসলাম মোবাইলফোনে জানান, অবৈধ ভূমি দখলদারদের বিরুদ্ধে নোটিশ করা হয়েছে। এবিষয়ে তিনি আর কিছু বলতে অপারগতা প্রকাশ করে বিস্তারিত জানতে নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলার অনুরোধ জানান।
ফেনীস্থ পাউবো'র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাশেদ শাহারিয়ারের সাথে মোবাইল ফোনে বার বার চেষ্টা করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে উপ বিভাগীয় প্রকৌশলী (এসডিই) মোঃ আরিফুর রহমান ভূঁইয়া দখলের ক্ষেত্রে পাউবোর কর্মকর্তাদের ম্যানেজের বিষয়টি অস্বীকার করে বলেন, দখলদারকে নোটিশ দেয়া হয়েছে। এরপরও যারা দখল করে স্থাপনা নির্মাণ করবে তাদেরকে উচ্ছেদ অভিযানের আওতায় নিয়ে আসা হবে। এখনই কেন নির্মানাধিন কার্যক্রম বন্ধে ব্যবস্থা নেয়া হচ্ছেনা? এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি।
সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান জানান, সরকারী খাস খতিয়ানভূক্ত ভূমির ক্ষেত্রে আমরা যে কোন মুহুর্তে ব্যাবস্থা নিতে পারি। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের ভূমির ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তর না চাইলে ব্যাবস্থা গ্রহন কিংবা ভ্রাম্যমান আদালত পরিচালনা করাটা সহজ প্রক্রিয়া নয়। তারপরও এবিষয়ে উর্ধ্বতনদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
পাউবোর জমি দখল ও ঘর নির্মাণের বিষয়ে ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, এবিষয়ে শিঘ্রই পানি উন্নয়ন বোর্ডের সাথে আলোচনা করে উচ্ছেদ অভিযান পরিচালনাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত