০৩ ডিসেম্বর, ২০২৪ || ১৯ অগ্রহায়ণ, ১৪৩১
শোক শ্রদ্ধায় গরীবের ডাক্তার খ্যাত ছারওয়ার জাহানের দাফন সম্পন্ন
  • Updated Jul 25 2023
  • / 159 Read

সোনাগাজী প্রতিনিধি: ফেনী সদর হাসপাতালের সাবেক আরএমও, সোনাগাজীর সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, গরীবের ডাঃ খ্যাত ছারওয়ার জাহান হাজারো মানুষের শোক শ্রদ্ধায় চির নিদ্রায় শায়িত হয়েছেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার সকালে ধলিয়া সংলগ্ন রহমানিয়া দাখিল মাদ্রাসা মাঠে হাজারো ধর্মপ্রাণ মুসল্লীর উপস্থিতিতে জানাজা শেষে মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষিপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানা যায়, দীর্ঘদিন পর্যন্ত গরীবের ডাঃ খ্যাত ছারওয়ার জাহান মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। শুক্রবার রাত ৯ টায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মরহুমের বড় মেয়ে নুসরাত জাহান তার বাবার বিদেহী আত্মার মাগফিরাতের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।

উল্লেখ্য; ডাঃ সারওয়ার জাহান সোনাগাজী অঞ্চলে গরীবের ডাক্তার হিসাবে খ্যাত ছিলেন। ব্যক্তিগত চেম্বার থেকে ভিজিটের জন্য যেন কোন রোগী ফিরে না যায় তা বলে রাখতেন। অনেক গরীব রোগীকে তিনি পকেটের টাকা দিয়ে ও ঔষধ কিনে দিতেন।

Tags :

Share News

Copy Link

Comments *